1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

ছেলে চেয়ে পাকিস্তানে নারীর মাথায় পেরেক

১০ ফেব্রুয়ারি ২০২২

গর্ভবতী ওই নারীর বিশ্বাস ছিল, মাথায় পেরেক ঢোকালে তার ছেলে হবে, মেয়ে নয়। তাই তিনি মাথায় পেরেক ঢুকিয়ে দেন।

পেশোয়ার শহরে এই ঘটনা ঘটেছে। ছবি: PPI/ZUMAPRESS.com/picture alliance

পরপর তিনটি মেয়ে হয়েছিল তার। চতুর্থ সন্তানও মেয়ে হওয়ার কথা ছিল। এই অবস্থায় ওঝার পরামর্শ মেনে ছেলে পেতে গিয়ে সোজা মাথায় পেরেক ঠুকে দেন এক নারী। তারপর হাসপাতালে গিয়ে সেই পেরেক বের করা হয়েছে। ভাগ্য ভালো, পেরেকটি তার ব্রেন বা মস্তিষ্কে ঢোকেনি।

ওই নারী পেশোয়ারের বাসিন্দা। চিকিৎসক হায়দার সুলেমান ডন সংবাদপত্রকে জানিয়েছেন, ওই নারী তাকে বলেছেন, তার এলাকায় অন্য এক নারী মাথায় পেরেক ঠুকে ছেলের জন্ম দিয়েছিলেন। আল্ট্রাসাউন্ডে দেখা গেছিল, তার মেয়ে হবে। তারপরেও ছেলে হয়েছিল। তাই তিনিও একইরকমভাবে মাথায় পেরেক ঠুকেছিলেন।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টির তদন্ত করবে। বাড়ি থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। চিকিৎসকও কিছু জানাননি। এটা নিয়েও তদন্ত হবে।

স্বামীর হুমকি

ডন জানাচ্ছে, হাসপাতালের কর্মীরা বলেছেন, ওই নারীর স্বামী তাকে হুমকি দিয়ে বলেছিলেন, যদি এবারও মেয়ে হয়, তাহলে সে স্ত্রীকে পরিত্যাগ করবে। কারণ, স্ত্রী ছেলের জন্ম দিতে পারছে না। এর আগে তিনটি মেয়ের জন্ম দিয়েছে। এবারও মেয়ে হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অনেক দম্পতি, বিশেষ করে পুরুষরা সামাজিক ও আর্থিক সুরক্ষার কারণে ছেলে চায়। এই অন্ধবিশ্বাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।

ওই নারীর মাথায় পেরেক কে ঢুকিয়েছিল, তা এখনো জানা যায়নি। তবে চিকিৎসক জানিয়েছেন, মেয়েটির বাড়িতেই পেরেক ঢোকানো হয়েছিল। পরে তারা পেরেকটি বের করতে পারেননি। তখন ওই গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে আসেন।

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ