1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার ছেলে নির্দোষ’

২৪ মার্চ ২০১৭

২০১৫ সালের ২৪শে মার্চ৷ বিধ্বস্ত হয়েছিল জার্মানউইংস বিমান, যাতে প্রাণ হারান ১৫০ জন আরোহী৷ কো-পাইলট মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনিই বিমানটি বিধ্বস্ত করেন বলে বেরিয়ে আসে তদন্তে৷ যদিও ছেলে নির্দোষ বলে দাবি করছেন বাবা৷

এখানেই বিদ্ধস্ত হয়েছিল জার্মানউইংস-এর বিমানটি
ছবি: picture-alliance/dpa/A. Estevez

দু'বছর আগে ফ্রেঞ্চ আল্পসে জার্মানউইংস-এর একটি ফ্লাইট বিধ্বস্ত হয়৷ সেই ঘটনায় তাঁর ছেলের কোনো হাত ছিল না বলে দাবি করেছেন কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎস-এর বাবা গ্যুন্টার লুবিৎস৷ সিনিয়র লুবিৎস শুক্রবার সংবাদ সম্মেলনে একটি রিপোর্ট উপস্থাপন করে বলেন, তদন্ত কর্মকর্তারা তদন্ত করতে ব্যর্থ হওয়ায় তাঁর ছেলের ওপর সমস্ত দোষ চাপাচ্ছে৷ যেদিন সেই দুর্ঘটনা হয়েছিল, দু'বছ পর ঠিক সেদিনটাতেই গ্যুন্টার লুবিৎস এই সংবাদ সম্মেলন করায়, ক্ষুব্ধ নিহতের পরিবার৷

সংবাদ সম্মেলনের পর ঐ বিমান দুর্ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ তাঁরা বলেন, এই দু'বছরের মধ্যে আন্দ্রেয়াসের পরিবারের কোনো ব্যক্তি কোনো বক্তব্য দেননি কেন? জার্মান তদন্ত কর্মকর্তারা এ বছরের জানুয়ারিতে তাঁদের তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয় ২৭ বছরের আন্দ্রেয়াসের মধ্যে আত্মহত্যা প্রবণতা ছিল এবং ঐ দুর্ঘটনার জন্য সে-ই দায়ী৷

আন্দ্রেয়াসের বাবা সাংবাদিক টিম ফান বেফেরেন-এর সঙ্গে নিজস্ব তদন্তের ফলাফল তুলে ধরেন সংবাদ সম্মেলনে৷ এবং বলেন, ‘‘আমরা ঐ তদন্তকে ভুল প্রমাণ করবো৷'' তিনি জানান, বিমানের কেবিনে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে কো-পাইলটকে অস্থিতিশীল করে তুলেছিল আর তার ফলেই ঘটেছিল ঐ মর্মান্তিক দুর্ঘটনা৷ তিনি আরও বলেন, ‘‘আমার ছেলে অত্যন্ত দায়িত্বশীল ছিল৷ এ ধরনের ঘটনা ঘটানো তাঁর পক্ষে কোনোমতেই সম্ভব না, বিশেষ করে এমন একটা ঘটনা যা এতগুলো মানুষের প্রাণ নিতে পারে৷''

গত বছরও আন্দ্রেয়াসের পরিবার সমালোচনার শিকার হয়েছিল৷ কারণ এক বছর পূর্তিতে ছেলের হাসি মুখের একটি ছবি পত্রিকায় ছাপিয়ে আন্দ্রেয়াসের পরিবার লিখেছিল, ‘আমরা তোমাকে ভুলবো না৷' বলা বাহুল্য, সেখানে নিহতদের কারো কথা উল্লেখ করা হয়নি৷

‘আমার ছেলে নির্দোষ’, দাবি করলেন গ্যুন্টার লুবিৎসছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

জার্মান আইনজীবীদের বিশ্বাস, আন্দ্রেয়াস ইচ্ছাকৃতভাবে এয়ারবাস এ-৩২০ বিমানটি বিধ্বস্ত করেছিল, যা কিনা বার্সেলোনা থেকে ড্যুসেলডর্ফ যাচ্ছিল৷ ফ্লাইট ক্যাপ্টেনকে ককপিটের বাইরে রেখে সে নাকি দরজায় বন্ধ করে দিয়েছিল৷ ড্যুসেলডর্ফের আইনজীবী ক্রিস্টোফ কুম্পা সংবাদ সংস্থা এপিকে জানান, এই দুর্ঘটনার অল্প কয়েকদিন আগে আন্দ্রেয়াসের মানসিক সমস্যা ধরা পড়ে এবং এ জন্য সে ওষুধ নিচ্ছিল৷ এমনকি পাশাপাশি অবসাদের চিকিৎসাও করাচ্ছিল সে৷

ফ্রেঞ্চ আল্পসের যেখানে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে আজ একটি গির্জায় সমবেত হন নিহতদের পরিবার ও স্বজনরা৷ ঐ দুর্ঘটনায় পশ্চিম জার্মানির যে স্কুলের ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছিলেন, তাঁদের উদ্দেশেও বিশেষ শোকসভার আয়োজন করা হয়েছিল স্কুলটিতে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ