1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলে শিশু ধর্ষণ: আইন কী বলে?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৮ অক্টোবর ২০২০

বাংলাদেশে এখন ছেলে শিশু ধর্ষণ (বলাৎকার) উদ্বেগজনক হারে বড়ে গেছে৷ সম্প্রতি চট্টগ্রামের একটি মাদ্রাসায় একাধিক ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে৷ কিন্তু আইনে এর প্রতিকার কী? এক্ষেত্রেও কি ধর্ষণ মামলা দায়ের করা যাবে?

ছবি: picture alliance/dpa/P. Pleul

নারী  ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(১)-এর ব্যাখ্যায় বলা হয়েছে- যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ১[ষোল বছরের] অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করে, অথবা ২[ষোল বছরের] কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন৷

তবে এই আইনের ধারা ২(ট) সংজ্ঞায় বলা হয়েছে - ‘‘শিশু’’ অর্থ অনধিক ১৬ বৎসর বয়সের কোন ব্যক্তি৷  
শিশুদের কোনো লিঙ্গ ভাগ এখানে করা হয়নি৷ কিন্তু ধর্ষণের যে সংজ্ঞা আছে দন্ডবিধির ৩৭৫ ধরায়৷ তাতে ধর্ষণের শিকার কেবল যেকোনো বয়সী নারীই হতে পারেন৷

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘‘একটা ভুল ধারণা চলে আসছিলো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধু নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হলেই বিচার করা যাবে৷ কিন্তু এই আইনের সংজ্ঞায় শিশু বলতে ছেলে বা মেয়ে আলাদা করা হয়নি৷ ১৬ বছর পর্যন্ত সব শিশুকেই বুঝানো হয়েছে৷ শিশু আইনেও শিশুদের কোনো লিঙ্গ ভাগ করা হয়নি৷ তাই ১৬ বছর পর্যন্ত কোনো ছেলে শিশু যদি ধর্ষণের শিকার হয় তাহলে ধর্ষণ মামলাই হবে৷ যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷’’

১৬ বছর পর্যন্ত কোনো ছেলে শিশু যদি ধর্ষণের শিকার হয় তাহলে ধর্ষণ মামলাই হবে: ইশরাত হাসান

This browser does not support the audio element.

দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞায় ধর্ষণের শিকার বলতে শুধু যেকোনো বয়সের নারীকেই বুঝানো হয়েছে তার সমাধান কী? এর জবাবে অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘‘দণ্ডবিধিতে যাই থাকুক না কেন নারী ও শিশু নির্যাতন দমন আইনই প্রাধান্য পাবে৷’’

দণ্ডবিধির ৩৭৭ ধারায় অস্বাভাবিক অপরাধের কথা বলা হয়েছে৷ সেই ধারা অনুযায়ী প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন সহবাসকে অপরাধ হিসেব গণ্য করা হয়েছে৷ এখানে স্বেচ্ছায় বা জোর করে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন সম্পর্কের অপরাধের সর্বনিম্ন ১০ এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে৷
ছেলে শিশু ধর্ষণের ঘটনায় দণ্ডবিধির এই আইনে মামলা করার একটি প্রবণতা ছিলো৷ কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে যে ১৬ বছর পর্যন্ত যেকোনো লিঙ্গের শিশু ধর্ষণ বা বলাৎকারে শিকার হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করতে হবে৷ ঢাকা মেট্রেপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, ‘‘আইনে শিশু বলতে সব ধরনের শিশুর কথা বলা হয়েছে৷ তাই ছেলে শিশু ধর্ষণের শিকার হলেও এখন আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলাই করছি৷ এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই৷’’

আইনে শিশু বলতে সব ধরনের শিশুর কথা বলা হয়েছে: পুলিশ কর্মকর্তা ওয়ালিদ হোসেন

This browser does not support the audio element.

চট্টগ্রামের মাদ্রাসায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়েছে বলে জানান চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন৷ তিনি জানান, ‘‘১৬ বছর পর্যন্ত মেয়ে বা ছেলে শিশু যেই ধর্ষণের শিকার হোক ধর্ষণ মামলা হবে৷ কিন্তু ছেলের বয়স ১৬ বছরের বেশি হলে ধর্ষণ মামলার সুযোগ নাই৷’’

আইনজীবীরা বলেন, ছেলের বয়স ১৬ বছরের বেশি হলে দন্ডবিধির ৩৭৭ ধরায় অস্বাভাবিক অপরাধের ধারায় মামলা হয়৷ এই ধারায় স্বেচ্ছায় না হয়ে জোরপূর্বক হলেও একই অপরাধ৷ কিন্তু এটা আইনের একটা দুর্বলতা বলে মনে করেন তারা৷ তারা বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষও  ধর্ষণের শিকার হতে পারেন৷ ধর্ষণের শিকার শুধু নারী নয়, পুরুষও হতে পারেন৷ ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী তুহিন হাওলাদার মনে করেন, ‘‘সেজন্য নতুন আইন করা যেতে পারে৷ অথবা দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞায় নারীর সঙ্গে পুরুষ শব্দটি যুক্ত করে আইন সংশোধন করা যায়৷ তবে এটা করতে হলে আইনজ্ঞদের বিস্তারিত আলাপ আলোচনা ও মতামত নেয়া প্রয়োজন৷’’

আইনজীবী ইশরাত হাসানও মনে করেন, ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা দরকার৷ তার মতে, নারী-পুরুষ উভয়ই ধর্ষণের শিকার হতে পারেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ