1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোট মাঠে আজ ‘বড়’ খেলা

১৭ জুন ২০১৯

টনটনে আজ সূর্য উঠেছে ভোর ৪টা ৫৭ মিনিটে৷ এই সূর্য কার পক্ষে হাসবে? বাংলাদেশ, নাকি ওয়েস্ট ইন্ডিজ? হালকা বৃষ্টির আশঙ্কার কথাও বলছে বিবিসি৷ বাঁচা-মরার লড়াইয়ে দু' দলই চাইছে এ আশঙ্কা দূরে থাক৷

London Oval Cricket WM Südafrika - Bangladesch
ছবি: Getty Images/AFP/I. Kington

তাতেই বেঁচে থাকবে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্ন৷ বিশ্বকাপ শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ৷ সেই হিসেবে আজকের ম্যাচে মাশরাফির দলই ফেবারিট৷ তবে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন গেইল, রাসেলরা৷ ‘পূর্ণশক্তির' দল নিয়ে হোল্ডারও পাকিস্তানকে হারানোর স্মৃতিকে ফিরিয়ে শেষ চারে ওঠার কঠিন পথে টিকে থাকতে চাইবেন টনটনের ছোট মাঠে জয় ছিনিয়ে৷

টন্টনের পরিবেশ

01:05

This browser does not support the video element.

এসব নিতান্তই ক্রিকেটীয় হিসেব-নিকেশ৷  তবে সব ছাপিয়ে বিশ্বকাপের এ আসরে বারবার বড় হয়ে উঠছে বৃষ্টির বাড়াবাড়ি৷ ব্রিস্টলে বৃষ্টি শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই শুরুই করতেই দেয়নি বাংলাদেশকে৷ মানতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করা টাইগারদের ঝুলিতে চার ম্যাচ শেষে এখন তাই মাত্র তিন পয়েন্ট৷ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে বৃষ্টিতে ডোবা ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা৷

হঠাৎ করে সাকিব আর মুশফিকের ইনজুরি ভাবনায় ফেলেছিল মাশরাফিকে৷ তবে কাল অনুশীলনে ফিরে হাতের চোট কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন মুশফিক৷জানা গেছে, সাকিব আল হাসানের উরুর ব্যথাও নেই বললেই চলে৷সুতরাং ম্যাচের আগে খেলোয়াড়দের ইনজুরি আর বড় কোনো দুশ্চিন্তা নয়৷ তবু মূল একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে আগাম কিছু বলতে চাননি মাশরাফী৷ বিশ্বাকাপের সবচেয়ে ছোট মাঠে নিজেদের বড় ম্যাচের আগে একটু সতর্কতা অবলম্বন করতেই পারে বাংলাদেশ!

এসিবি/কেএম

টন্টনে কি জয় পাবে বাংলাদেশ?

01:51

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ