1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোশ্যাল মিডিয়ায় বিজয় দিবস

১৬ ডিসেম্বর ২০১৫

আজ বিজয় দিবস৷ ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বাঙালি জাতি পেয়েছিল বিজয়ের স্বাদ৷ বিশ্ববাসীকে জানিয়ে দেয়া হয়েছিল বাঙালির আগমনী বাণী৷

Bangladesch Gedenken an die getöteten Intellektuellen im Krieg mit Pakistan 1971
ছবি: DW/M. Mamun

বাংলাদেশে ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা আজ দিনটি উদযাপন করছেন৷ ফেসবুক, টুইটারে সেই খবর জানিয়ে দিচ্ছেন অন্যদের৷

তাপসী রাবেয়া এই দিনে একটি সুন্দর দেশ উপহার দেয়ায় মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷

‘বিজয়ের গল্প' নামে একটি অ্যানিমেশন ফিল্ম তৈরি করেছে ‘জাগো ফাউন্ডেশন'৷ মাত্র ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷

ছোট্টদের জন্য ছোট্ট করে এই ইতিহাস জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেআনিসুল হক ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘এত সহজ৷ এত সাধারণ৷ এই ছোট্ট এনিমেশনটা দেখে দিন শুরু করলাম৷ এটা দেখেই কেঁদে ফেললাম – বিজয়ের গৌরবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান শুনে৷ শুভ বিজয় দিবস৷''

এদিকে, মুক্তিযুদ্ধ নিয়ে ‘হিরোসঅফ৭১' নামে একটি ভিডিও গেম তৈরি করা হয়েছে৷

মুহতাসিম শাহির সৌমিক ইতিমধ্যে গেমটি খেলে ফেলেছেন৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কখনও জানতাম না যে পাক সেনাদের মারতে পেরে এত ভালো লাগে৷ ৬৩ জনকে মারলাম৷ ডেভেলপাররা মহৎ উদ্যোগ নিয়েছেন৷ গ্রেনেড ছোরার সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়া হয়েছে সেটা সবচেয়ে ভালো লেগেছে৷''

ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিনব উপায়ে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে৷ দূতাবাসের কর্মীরা মিলে শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি' কবিতাটি আবৃত্তি করেছেন৷ রাষ্ট্রদূত বার্নিকাট-ও এতে অংশ নেন৷ ভিডিওটি দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে৷

ইংরেজি দৈনিক ডেইলি স্টার গত কয়েকদিন ধরে ‘১৯৭১ গণহত্যা: পাকিস্তান মিথ্যাচার করছে, এখনও' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করছে৷

এবারের বিজয় দিবসে কয়েকটি নতুন ঘটনা ঘটেছে৷ সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আজ প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিক হিসেবে বিজয় দিবস উদ্যাপন করছেন৷

বাংলাদেশ সেনাবাহিনীর নারী সেনারা এবার প্রথমবারের মতো বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করেছেন৷

বন্ধুরা, ৪৪ বছর আগে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি যে লাল-সবুজ পতাকা উড়িয়েছিল, তা আজও সগৌরবে মাথা তুলে আছে৷ কিন্তু আসলেই কি আমরা বিজয় পেয়েছি? জানান নীচের ঘরে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ