1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোটবেলায় দুষ্টুমি করলে বড় হলে ভোগান্তি

২৫ জানুয়ারি ২০১১

ছোটদের দুষ্টুমিকে প্রায় আদুরে চোখে দেখা হয়৷ প্রশ্রয় দেওয়া হয় ছোট-খাটো ভুলকে৷ তবে এবার বিজ্ঞানীরা বলছেন, ছোটকালের দুষ্টুমি ছোটকালেই শেষ নয়৷ বড় হয়েও তাদের দিতে হচ্ছে চরম খেসারত৷ পড়তে হচ্ছে স্বাস্থ্য ও অর্থহানির মধ্যে৷

ছোটবেলা, দুষ্টুমি, ভোগান্তি, শিশু, সমাজ, বিজ্ঞান, রোগ, বালাই, টাকা, অর্থ, যৌনরোগ, মাদক, মদ, Crime, Sex diseases, Future, Child, Science, Health, Drugs,
ভবিষ্যতের কথা ভেবে শিশুদের কি এভাবে কড়া শাসনের পক্ষে যাচ্ছেন বিজ্ঞানীরা?ছবি: bilderbox

মাত্র তিন বছর বয়সে যারা একেবারে লাগামহীন আচরণ করে, ভালো-মন্দের তোয়াক্কা না করে যা ইচ্ছে তা-ই করার সুযোগ পায়৷ এমন শিশুরাই নাকি ৩২ বছরে পৌঁছতে পৌঁছতেই সম্মুখীন হচ্ছে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক সমস্যায়৷ পরিণত বয়সে তাদের মধ্যে দেখা যায় উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, শ্বাসকষ্ট এবং নানা যৌন রোগও৷ শুধু তা-ই নয়, তারা জড়িয়ে পড়ে নানা অপরাধ কর্মেও৷ বয়স বাড়ার সাথে সাথে তারা নির্ভরশীল হয়ে পড়ে তামাক, মদসহ নানা মাদকদ্রব্যের উপর৷ তাদের অধিকাংশেরই সংসার ভেঙে যাওয়ারও ঘটনা ঘটে৷ ফলে শেষ পর্যন্ত সিঙ্গল বাবা কিংবা সিঙ্গল মা হিসেবে পার করতে হয় জীবনের বাকি সময়৷

এমনকি ঐসব শিশুদের বেড়ে ওঠার পরিবেশ-প্রতিবেশ কিংবা বুদ্ধিমত্তায় পার্থক্য থাকলেও ঘটছে একই ঘটনার পুনরাবৃত্তি৷ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর এমন তথ্য প্রকাশ করলেন সোমবার৷ বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশ করা হয়েছে ‘প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস' শীর্ষক সাময়িকীতে৷ গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন-এর অধ্যাপক ও সমাজ বিজ্ঞানী টেরি মোফিট৷

তিনি বললেন, ‘‘এই পরিণতি থেকে সন্তানদের বাঁচাতে শিশুদের আরো আত্ম-নিয়ন্ত্রণ এবং তাড়না দমনের শিক্ষা দিতে হবে৷ কারণ আমাদের গবেষণা থেকে প্রথমবারের মতো জানা গেল যে, পরিণত বয়সে সুস্বাস্থ্যবান ও সম্পদশালী হওয়ার ক্ষেত্রে শৈশবের ইচ্ছাশক্তির বেশ প্রভাব রয়েছে৷'' উল্লেখ্য, গবেষক দল ১৯৭২ সালের এপ্রিল থেকে পরবর্তী এক বছরের মধ্যে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের প্রায় এক হাজার শিশুর উপর পরীক্ষা-নিরীক্ষা চালান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ