1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোটে নবাব থেকে বড়ে নবাব

৩১ অক্টোবর ২০১১

বলিউড তারকা সাইফ আলী খান ‘নবাব' হলেন৷ আজ পাতৌদি প্যালেসে তাঁকে আনুষ্ঠানিকভাবে দশম নবাব হিসেবে অভিষিক্ত করা হয়েছে৷ কোন বলিউড তারকার এটাই প্রথম নবাব খেতাব৷

Indian actor Saif Ali Khan arrives for the Awards ceremony on the third and final day of the International Indian Film Academay (IIFA) awards in Bangkok, Thailand on 08 June, 2008. A three day extravaganza of Indian movies, actors and fashion culminate in the IIFA Awards ceremony tonight. EPA/Narong Sangnak +++(c) dpa - Report+++
সাইফ আলী খানছবি: picture-alliance/ dpa

খুবই অল্পসংখ্যক নির্বাচিত অতিথি উপস্থিত ছিলেন এই অভিষেক অনুষ্ঠানে৷ আয়োজন ছিল ছোট আকারের৷ মা শর্মিলা ঠাকুর ছাড়াও সাইফ আলী খানের দুই বোন সোহা এবং সাবা অনুষ্ঠানে ছিলেন৷ আরো ছিল সাইফের কন্যা সারা৷ পারিবারিক বন্ধু বান্ধবদের মধ্যে ছিলেন মীরা এবং মুজাফ্ফর আলী৷ নায়িকা কারিনা কাপুর থাকতে পরেননি কারণ তিনি আমীর খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং-এর জন্য এই মুহূর্তে লন্ডনে আছেন৷

পাশাপাশি পিতা-পুত্র (ফাইল চিত্র)ছবি: dapd

ভারত সরকার অবশ্য এখন আর 'নবাব' খেতাব স্বীকার করেনা৷ তবে পাতৌদির বাসিন্দাদের জন্য এই খেতাবের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্য, আবেগ আর অনুভূতি৷ হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলায় আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত পাতৌদি স্টেট৷

উনবিংশ শতাব্দীর শুরু থেকে এই এলাকা শাসন করে এসেছে সাইফ আলী খানের পূর্ব পুরুষরা৷ তবে সাইফ এই ‘নবাব' উপাধী ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে৷ তিনি তাঁর বাবা মনসুর আলী খান পতৌদিকেই শেষ নবাব হিসেবে মনে রাখতে চান৷

সাইফ আলী খানের বাবা, এক সময়কার শীর্ষস্থানীয় ক্রিকেটার মনসুর আলী খান এ বছরের সেপ্টেম্বর মাসে মারা যান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ