ছোটে নবাব থেকে বড়ে নবাব
৩১ অক্টোবর ২০১১খুবই অল্পসংখ্যক নির্বাচিত অতিথি উপস্থিত ছিলেন এই অভিষেক অনুষ্ঠানে৷ আয়োজন ছিল ছোট আকারের৷ মা শর্মিলা ঠাকুর ছাড়াও সাইফ আলী খানের দুই বোন সোহা এবং সাবা অনুষ্ঠানে ছিলেন৷ আরো ছিল সাইফের কন্যা সারা৷ পারিবারিক বন্ধু বান্ধবদের মধ্যে ছিলেন মীরা এবং মুজাফ্ফর আলী৷ নায়িকা কারিনা কাপুর থাকতে পরেননি কারণ তিনি আমীর খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং-এর জন্য এই মুহূর্তে লন্ডনে আছেন৷
ভারত সরকার অবশ্য এখন আর 'নবাব' খেতাব স্বীকার করেনা৷ তবে পাতৌদির বাসিন্দাদের জন্য এই খেতাবের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্য, আবেগ আর অনুভূতি৷ হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলায় আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত পাতৌদি স্টেট৷
উনবিংশ শতাব্দীর শুরু থেকে এই এলাকা শাসন করে এসেছে সাইফ আলী খানের পূর্ব পুরুষরা৷ তবে সাইফ এই ‘নবাব' উপাধী ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে৷ তিনি তাঁর বাবা মনসুর আলী খান পতৌদিকেই শেষ নবাব হিসেবে মনে রাখতে চান৷
সাইফ আলী খানের বাবা, এক সময়কার শীর্ষস্থানীয় ক্রিকেটার মনসুর আলী খান এ বছরের সেপ্টেম্বর মাসে মারা যান৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক