1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোট্ট পাখিকে বেড়ালের আদর

২ মার্চ ২০১৮

শখ করে মানুষ বেড়াল পুষলেও পশুরাজত্বে পাখিরা কিন্তু বেড়ালকে ভয় পায়৷ তাই সেই বেড়ালই যখন কোনো পাখিকে আদর করে তখন সেটি এক বিরল দৃশ্য হয়ে ওঠে বৈকি!

Schwarzkopf-Steinhuhn Schwarzkopfsteinhuhn Chukarhuhn
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTO/M. Schaef

তাছাড়া মানুষ যেহেতু বিরল দৃশ্য দেখতে পছন্দ করে তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন ভিডিও প্রকাশ করলে সেটি যে ভাইরাল হবে, তাও সহজে বোধগম্য৷

ফ্লাফ স্কোয়াড নামের এক ফেসবুক পাতায় গতমাসের ছয় তারিখ এমনই এক ভিডিও আপলোড করা হয়৷ এখন পর্যন্ত সেটি দেখা হয়েছে ১৭৬ মিলিয়ন বারের বেশি! ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় বিশ লাখ বার৷

অবশ্য ইন্টারনেট খুঁজে দেখা গেল এই একই ভিডিও অনলাইনে আছে আরও আগে থেকে৷ সেখানেও ভিডিওটি দেখেছেন অনেকে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ