বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ কারাগার আছে এমন ১০ দেশের তালিকায় ফিলিপাইন্স, থাইল্যান্ড ও কম্বোডিয়া আছে৷ ঐ তালিকায় ইন্দোনেশিয়া আছে ২২ নম্বরে৷
বিজ্ঞাপন
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার এক কারাগারে আগুন লেগে ঘুমিয়ে থাকা ৪১ কয়েদির মৃত্যুর ঘটনায় ঐ অঞ্চলের কারাগারগুলোর দুর্দশার বিষয়টি আবার আলোচনায় এসেছে৷
ইন্দোনেশিয়ার ঐ কারাগারে দুই হাজারের বেশি কয়েদি ছিল৷ যদিও ধারণক্ষমতা মাত্র ৬০০ জনের৷ যে ব্লকে আগুন লেগেছে সেখানে রাখার কথা ৪০ কয়েদিকে, কিন্তু ছিলেন ১২২ জন৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলছেন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ছোট অপরাধ করা মানুষদেরও বন্দি রাখা হয় বলে কারাগারগুলোতে অনেক ভিড় দেখা যায়৷
থাইল্যান্ড ইনস্টিটিউট অফ জাস্টিসের নির্বাহী পরিচালক ফিসেট সা-আরদিয়েন জানান, থাইল্যান্ডের মোট বন্দির প্রায় ৮০ শতাংশ মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত৷ দেশটিতে কেউ মাদক বিক্রির পরিকল্পনা করছে, এমন অনুমানের ভিত্তিতে মানুষজনকে কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান তিনি৷
যে কারাগারে কয়েদিদের থাকতে হয় গাদাগাদি করে, অন্তর্বাস পরে
এল সালভাদরের অপরাধী গ্যাং-এর সদস্যরা বন্দি আছে এমন দুটি জেলখানা পরিদর্শনের সুযোগ মিলেছে গণমাধ্যমগুলোর৷ বন্দিদের সঙ্গে সরকার গোপনে আলোচনা করছে এমন খবরের প্রেক্ষিতেই সংবাদমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়৷
ছবি: Reuters/R. Cabezas
জেলখানা, নাকি চিড়িয়াখানা?
এটি কেসালটেপেক জেলখানার একটি সেলের দৃশ্য৷ দেশটির কুখ্যাত দুটি গ্যাংয়ের সদস্যরা সেখানে বন্দি৷
ছবি: Reuters/R. Cabezas
সেলের বাইরে
এই ছবিটি ইসালকো জেলখানার৷ গণমাধ্যমকর্মীরা পরিদর্শনের সময় এই দলটিকে তাদের সেল থেকে বাইরে বের করে আনা হয়েছে৷ এ সময় তাদের সেলে তল্লাশি চলছিল৷
ছবি: Reuters/R. Cabezas
দুই গ্যাং
জেলখানা বিবদমান দুই গ্যাংয়ের সদস্যদের রাখা হয়েছে৷ বারিও এইটিন আর এমএস থার্টিন নামে পরিচিত তারা৷ দুই দলের সদস্যদের দুটি জেলখানায় একসঙ্গে রাখা হয়েছে৷
ছবি: Reuters/R. Cabezas
বন্দিদের পোশাক
গণমাধ্যমকর্মীরা পরিদর্শনের সময় বন্দিদের কারো শরীরে জামা দেখতে পাননি৷ অধিকাংশই অন্তর্বাস পরিহিত ছিলেন৷ করোনার কারণে মাস্ক ছিল তাদের মুখে৷ কিন্তু রাখা হয়েছে গাদাগাদি করে৷
ছবি: Reuters/R. Cabezas
২৬০০ বন্দি
বার্তা সংস্থা এএফপিকে ২৬০০ গ্যাং সদস্যের একজন বলেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনের বা বাইরের কারো সঙ্গে দীর্ঘ সময় দেখার সুযোগ পাননি৷ তাদের অসুস্থতাকালীন বা স্বাভাবিক চাহিদাগুলোর কোনোটিই সেখানে পূরণ করা হয় না৷
ছবি: Reuters/R. Cabezas
অপরাধের হার
দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে প্রধান দুই গ্যাং এর সদস্যদের বন্দি করে অপরাধে রাশ টানতে সক্ষম হয়েছেন৷ ২০১৯ সালের মাঝামাঝিতেও যেখানে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে ৫২টি হত্যার ঘটনা ঘটেছে, বছর শেষে তা কমে এসেছে ৩৬-এ৷ হত্যার ঘটনা ৫২ ভাগ কমেছে চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়েও৷
ছবি: Reuters/R. Cabezas
৭০ হাজার সদস্য
সরকারি হিসাবে দেশটিতে অপরাধী গ্যাংয়ের সদস্য প্রায় ৭০ হাজার৷ এর মধ্যে এখন ১৭ হাজার বন্দি রয়েছেন বিভিন্ন কারাগারে৷
ছবি: Reuters/R. Cabezas
গোপনে সমঝোতা
অপরাধের মাত্রা হ্রাস ও মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের জন্য গত এক বছর ধরে নায়েব বুকেলে শীর্ষ গ্যাংগুলোর সঙ্গে সমঝোতা করেছেন, এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম এল ফারো৷ সরকারের সঙ্গে সমঝোতা প্রমাণ হিসেবে জেলখানার বিভিন্ন নথিও প্রকাশ করেছে তারা৷ এর আগে সরকার এবং অপারাধী গ্রুপের গোপন যোগাযোগের অভিযোগ তুলেছিল ব্রাসেলসভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’৷
ছবি: Reuters/R. Cabezas
সরকারের অস্বীকার
গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অস্বীকার করছেন নাইব বুকেলে৷ টুইটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, বন্দিদের কোনcf সুবিধা দেয়া হচ্ছে এমন অন্তত একটি উদাহরণ তাকে দেখাতে৷ গণমাধ্যমের প্রতিবেদনে জেলখানা পরিচালক ওসিরিস লুনাকে সমঝোতায় জড়িত বলা হয়েছে৷ অভিযোগ অস্বীকার করেছেন তিনিও৷
ছবি: Reuters/R. Cabezas
জেলখানা দেখানোর উদ্দেশ্য
প্রতিবেদনটি প্রকাশের পর চাপে পড়েছেন প্রেসিডেন্ট৷ তদন্ত শুরু হয়েছে তার নিজ দল থেকেও৷ এ পরিস্থিতিতে গণমাধ্যম সদস্যদের জন্য দুটি জেলখানা উন্মুক্ত করে দেয়া হয়৷ বন্দিদের প্রতি সরকার কতটা কঠোর তা দেখানোই ছিল এর উদ্দেশ্য৷
ছবি: Reuters/R. Cabezas
10 ছবি1 | 10
ব্যাংককের এক কারাগারে সাত মাস কাটিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া একজন ডয়চে ভেলেকে জানান, তিনি যেখানে ছিলেন সেখানে ৮০ থেকে ১০০ জন বন্দির জন্য মাত্র একটি টয়লেট ছিল৷ জায়গা না থাকায় বন্দিদের সেখানে গাদাগাদি করে ঘুমাতে হয়েছে৷
থাইল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অফ কারেকশন্সের' হিসেবে সে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুনেরও বেশি বন্দি রয়েছে৷
ফিলিপাইন্সের ‘ব্যুরো অফ জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি'র হিসেবে দেশটির ৪৭০টি জেলের মধ্যে ৩৫৬টি জনাকীর্ণ বলে বিবেচনা করা হয়৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিপাইন্সের গবেষক ব়্যাচেল চোয়া-হাওয়ার্ড কুউজোন সিটি কারাগারের উদাহরণ দিয়ে বলেন সেখানকার বন্দিদের পালা করে সিঁড়িতে ঘুমাতে দেখা গেছে৷ এমনকি খোলা আকাশের নীচে বাস্কেটবল মাঠেও বন্দিরা ঘুমিয়ে থাকেন৷
চোয়া-হাওয়ার্ড ডয়চে ভেলেকে জানান, করোনা মহামারির প্রথম ১২ মাসে কোয়ারান্টিন নিয়ম না মানায় ফিলিপাইন্সে এক লাখের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত এপ্রিলে সরকার আর কোয়ারান্টিন নিয়ম ভঙ্গকারীদের গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন৷ সে কারণেও কারাগারে বন্দির সংখ্যা অনেক বেড়েছে৷ এসব বন্দিদের অনেক অপ্রাপ্তবয়স্ক ও অসহিংস মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বলে জানান তিনি৷
ইন্দোনেশিয়াতেও মাদকসেবীদের পুনর্বাসন না করে কারাগারে পাঠানোয় দেশটির জেলগুলোতে বন্দির সংখ্যা অনেক বেশি৷
থাইল্যান্ড ইনস্টিটিউট অফ জাস্টিসের নির্বাহী পরিচালক ফিসেট জানান, গত আগস্টে দেশটির সংসদে একটি বিল পাস হয়েছে৷ এতে মাদক সেবন প্রতিরোধ ও মাদকসেবীদের চিকিৎসার উপর জোর দেয়া হয়েছে৷ অনিয়মিত মাদকসেবীদের শাস্তিও কমানো হয়েছে৷