উৎসবে ‘‘শুনতে কি পাও!''
১৩ সেপ্টেম্বর ২০১৩‘‘শুনতে কি পাও!'' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল জার্মানির লাইপসিশ শহরে, গত বছর৷ এরপর ছবিটি ইউরোপের আরো কয়েকটি উৎসবে প্রদর্শন করা হয়৷ এবার প্যারিসের একটি উৎসবে শ্রেষ্ঠ বাস্তবাদী ছবি হিসেবে পুরস্কার জিতেছে সুন্দরবনের কোলে অবস্থিত এক ছোট্ট গ্রামের গল্প নিয়ে তৈরি এই ছবি৷
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছবির আরো সাফল্যের কথা জানালেন পরিচালক কামার আহমাদ সাইমন৷ আগামী ১০ থেকে ১৭ অক্টোবর অবধি অনুষ্ঠিতব্য এশিয়ার প্রাচীনতম প্রামাণ্য উত্সব জাপানের ইয়ামাগাতার প্রতিযোগিতা ‘নিউ এশিয়ান কারেন্টে'-এর জন্য নির্বাচিত হয়েছে ‘‘শুনতে কি পাও!''৷
এই উৎসবের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘‘উদীয়মান এশীয় নির্মাতাদের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এ বছর ৬৩টিরও বেশি দেশের ৬০৮টি ছবির থেকে বাছাইকৃত মাত্র ১৯টি ছবি এবং তার নির্মাতাদের এ বছর আমন্ত্রণ জানানো হয়েছে, যাঁদের ছবি আগে কখনো এখানে দেখানো হয়নি৷''
শুধু জাপানের উৎসব নয় সিডনিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব ‘এন্টেনার', যুক্তরাজ্যের অন্যতম নাগরিক চলচ্চিত্র উত্সব ‘টেক ওয়ান অ্যাকশন', তুরস্কের ২০তম ‘গোল্ডেন বোল' চলচ্চিত্র উত্সব, কসোভোর ‘প্রি-ফিল্ম-ফেস্ট' এবং উপমহাদেশের অন্যতম প্রামাণ্য উত্সব ‘ফিল্ম সাউথ এশিয়া'-র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়েছে ছবিটি৷
‘‘শুনতে কি পাও!''-এর পরিচালক কামার আহমাদ সাইমন বলেছেন, ‘‘সত্যিকার অর্থে কোনো নির্মাতাই স্বীকৃতির আশায় ছবি বানান না, কিন্তু প্রতিটি প্রাপ্তিই নতুন কাজে উত্সাহ দেয়৷ এ নিয়ে ১৫টি প্রথম সারির আন্তর্জাতিক উত্সবে আমন্ত্রণ পেল ছবিটি৷''
উল্লেখ্য, ‘‘শুনতে কি পাও!'' ছবির দৃশ্যায়ন এক কথায় অসাধারণ৷ সুতরখালি গ্রামের বিভিন্ন সময়ের অবস্থা চমৎকারভাবে ক্যামেরা বন্দি করেছেন পরিচালক৷ এই ছবির মাধ্যমে গ্রামবাংলার শাশ্বত রূপ আরো একবার দেখছে গোটা বিশ্ব৷