1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছয়বার বিয়ে করতে চাই আমি’- প্রিয়াঙ্কা

৭ মার্চ ২০১১

একটা দুটোয় পোষাবে না তন্বী তরুণীর৷ বিয়ে করতে হবে অন্ততপক্ষে ছয়বার৷ বলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের এই চুলবুলি নায়িকাকে নিয়ে একের পর এক মুখরোচক কাহিনী৷

একটা দুটোয় পোষাবে না প্রিয়াঙ্কারছবি: UNI

আসলে নতুন যে ছবিটায় প্রিয়াঙ্কা নায়িকার ভূমিকায় শ্যুটিং-এ ব্যস্ত, তার কাহিনীটাই একটু গোলমেলে৷ ছবিটা হচ্ছে যাকে বলে থ্রিলার৷ মানে রুদ্ধশ্বাস অপরাধমূলক কাহিনী৷ নাম ‘সাত খুন মাফ'৷ সে কাহিনীতে একই নায়িকা মোট সাতবার বিয়ে করে৷ আর সেই নায়িকাই হল আমাদের প্রিয়াঙ্কা চোপড়া৷

তো, এমন একটা অন্যধারার ছবিতে নায়িকা সেজেই নাকি প্রিয়াঙ্কার মাথাটা গেছে৷ বলছে সকলেই৷ কারণ, এই ছবিতে অভিনয় করতে করতেই ক'দিন আগে সাংবাদিকদের সামনে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, এই ছবিটার মত সাতবার নয়৷ কিন্তু বাস্তব জীবনে অন্ততপক্ষে ছয়বার বিয়ে করতে চান তিনি৷সেই বিয়েগুলোর কোনটাই অন্যটার মত হবে না৷ একটা হবে, দাদাজি মানে দাদার ইচ্ছেমত সনাতন ভারতীয় ভাবে, একটা হবে অস্ট্রেলিয়াতে সমুদ্রের নীচের প্রবাল প্রাচীরে৷ তিন নম্বরটা সুইৎসারল্যান্ডের লোকার্নোর এক বিশেষ গির্জায়...এরকম সব হরেকরকম বিয়ে৷ আর সাব শেষ বিয়েটা হবে একটা রোম্যান্টিক নিকাহ্৷ কারণ, প্রিয়াঙ্কার বিশ্বাস, যতরকমের বিয়ে আছে তার মধ্যে এই নিকাহ্ নাকি সবার সেরা রোম্যান্টিক৷ সেটা একবার অন্তত জীবনে চাই-ই চাই নায়িকার৷

নায়িকা কিন্তু একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, ছয়বার বিয়ে করলেও সেই বিয়েগুলো ছয়জনকে করতে চান না তিনি৷ ‘পাত্র হবে একজনই৷ কিন্তু বিয়ে করব ছয়বার৷ পাত্র বদলাবে না৷'

পাত্র তো বদলাবে না৷ কিন্তু, আপাতত, পাত্রের সন্ধান কী পেলেন ২৮ বসন্তের প্রিয়াঙ্কা চোপড়া? এর উত্তরে নায়িকা বলেছেন, না৷ তবে সবসময়েই সন্ধানে আছি৷ বলিউডের ‘মোস্ট এলিজিবল সিঙ্গল' সত্যিই এখন পাত্রের সন্ধানে ব্যস্ত৷ ব্যস্ত হাতের ছবি নিয়েও৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ