1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্র হত্যাকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ জানুয়ারি ২০১৩

দেড় বছর আগে ঢাকার অদূরে সাভারের আমিন বাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬০ জনকে চিহ্নিত করা হয়েছে৷ তবে তাদের অধিকাংশই হয় জামিনে আছে নয় পলাতক৷

Smoke emits from chimney as a Bangladeshi worker puts coal at the fire place of a brick field at Amin Bazar, outskirts of Dhaka, Bangladesh, Thursday, May 14, 2009. The World Bank approved on Wednesday a US$62.2 million credit to help Bangladesh to control urban air pollution through cutting emissions in key polluting sectors such as transport and brick-making according to news reports. (ddp images/AP Photo/Pavel Rahman)
প্রতীকী ছবিছবি: Pavel Rahman/AP/dapd

সে রাতের ঘটনায় বেঁচে থাকা একমাত্র ছাত্র আল আমিন এবং তারা পরিবারের সদস্যরা ডয়চে ভেলের কাছে অভিযোগ করেছেন, মূল হোতারা এখনো অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে৷

২০১১ সালের ১৮ই জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বড়দেশি গ্রামে পিটিয়ে হত্যা করা ছয় স্কুল ছাত্রকে৷ মাদক ব্যবসায়ীরা ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার পর তারা তাদের ডাকাত বলে প্রচার চালায়৷ এতে তাদের সহযোগিতা করে পুলিশ৷ আহত অবস্থায় বেঁচে থাকা একমাত্র ছাত্র আল আমিনকে আসামি করে তখন ডাকাতির মামলাও দায়ের করা হয়৷ কিন্তু ব়্যাবের তদন্তে প্রমাণ হয়েছে ডাকাতির মামলা মিথ্যা৷ উদ্দেশ্যমূলকভাবে আব্দুল মালেক নামে এক মাদক ব্যবসায়ীকে দিয়ে ওই মামলা দায়ের করা হয়৷ ব়্যাবের তদন্ত রিপোর্টে আল আমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মালেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ সাংবাদিকদের এসব তথ্য জানান আদালতে প্রতিবেদন উপস্থাপনকারী আইনজীবী আরোয়ারুল কবির বাবুল৷

ওই ঘটনার পর একটি হত্যা মামলাও দায়ের করা হয়৷ ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে মোট ৬০ জনকে চিহ্নিত করা হয়েছে৷

কিন্তু এই ৬০ জনের মধ্য কারাগারে আটক আছে মাত্র ১০ জন৷৩৬ জন পলাতক এবং ১৪ জন জামিনে আছে৷

এদিকে, বেঁচে থাকা একমাত্র ছাত্র আল আমিন এবং তার বাবা-মা ডয়চে ভেলেকে জানান মূল হোতারা এখনো গ্রেফতার হয়নি৷ তারা এখনো হুমকি দিচ্ছে৷ আর পুলিশ ছিল মাদক ব্যবসায়ীদের সহযোগী৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এখনো নেয়া হয়নি৷

এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রথমে সাভার থানা পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করে৷ কিন্তু তারা অপরাধীদের আড়াল করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ শেষ পর্যন্ত ব়্যাবের তদন্তে অপরাধীরা চিহ্নিত হল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ