1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছয় জঙ্গিকে হঠাতে সময় লাগল ১৬ ঘণ্টা!

২৩ মে ২০১১

পাকিস্তানের বন্দর নগরী করাচির নৌ-ঘাঁটিটি অবশেষে তালেবানমুক্ত করতে সক্ষম হলো পাকিস্তানি সামরিক বাহিনী৷ ১৬ ঘণ্টার এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন সেনা সদস্য৷ এছাড়া, জঙ্গিরা উড়িয়ে দিয়েছে একাধিক আধুনিক যুদ্ধ বিমান৷

Fire and smoke rises from a Pakistani naval aviation base, following an attack by militants in Karachi, Pakistan, Sunday, May 22, 2011. Militants attacked a naval aviation base in the southern Pakistani city of Karachi late Sunday, rocking the base with explosions and battling commandos sent in to subdue the attackers, security officials said. (Foto:Shakil Adil/AP/dapd)
ছবি: dapd

যেভাবে হামলা

রবিবার গভীর রাতে মাত্র ছয়জন জঙ্গি করাচি'র নৌ-ঘাঁটিতে হামলা চালায়৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়বে না এমন একটি স্থানের কাঁটাতারের বেড়া কেটে নৌ-ঘাঁটিতে প্রবেশ করে জঙ্গিরা৷ তাদের পরনে ছিল কালো পোশাক৷ নৌ-ঘাঁটিতে প্রবেশের পর শুরু হয় জঙ্গিদের তাণ্ডবলীলা৷ রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করে তারা৷ এর মধ্যে কয়েক লক্ষ মার্কিন ডলারে কেনা দু'টি অত্যাধুনিক যুদ্ধ বিমানও রয়েছে৷ এই হামলার ধরন অনেকটা ২০০৯ সালের অক্টোবরের মতোই৷ তখন পাকিস্তানের রাওয়ালপিন্ডি'র সেনা সদরে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তাতে বেশ কয়েকজন নিহত হয়েছিল৷

১৬ ঘণ্টা সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ছবি: dapd

প্রাণহানি

সোমবার সন্ধ্যা পর্যন্ত যা খবর, তাতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে দশ সেনা সদস্য৷ আহত ১৫ জন৷ এছাড়া দুই তালেবান জঙ্গি নিহত হয়েছে, আরেক জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে৷ দু'জন আবার অভিযান শেষে পালিয়েও গেছে৷ অপর এক জঙ্গি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে রেহমান মালিক জানিয়েছেন, হামলায় বিদেশি কোন নাগরিক হতাহত হয়নি৷ জঙ্গিদের হানার সময় নৌ-ঘাঁটিতে ১৭ বিদেশি নাগরিক ছিলেন৷ এদের মধ্যে ১১ জন চীনা৷ তাদের সবাই নিরাপদ আছেন বলে উল্লেখ করা হয়েছে৷

তালেবানের দায় স্বীকার

বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা, জানিয়েছে তালেবান৷ পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছে, এই হামলা প্রমাণ করছে, আমরা এখনো সংঘবদ্ধ এবং শক্তিশালী আছি৷ এদিকে, মাত্র ছয়জন জঙ্গিকে হঠাতে ১৬ ঘণ্টা সময় লাগার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, নৌ-ঘাঁটিতে অনেক মূল্যবান সম্পদ থাকায় অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সাথে শত্রুর মোকাবিলা করা হয়েছে৷

উল্লেখ্য, গত ২ মে পাকিস্তানের অ্যাবেটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয় আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন৷ এই হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলা চালিয়েছে তালেবান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ