গুলশান হামলার পর থেকে এ পর্যন্ত নারীসহ ৩৮ জঙ্গি নিহত হয়েছে৷ নিহতরা নব্য জেএমবির সদস্য৷ সর্বশেষ সংগঠনটির সামরিক কমান্ডার ও গুলশান হামলার মূল পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দামও ‘বন্দুক যুদ্ধে' নিহত হয়৷
বিজ্ঞাপন
পুলিশ এখন নব্য জেএমবির শীর্ষ দুই নেতা মেজর জিয়া ও মুসাকে আটকের চেষ্টা করছে৷
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘মারজান ছিল নব্য জেএমবি'র সবচেয়ে কমবয়সি কমান্ডার৷ সাংগঠনিক কার্যক্রমে তার দক্ষতা, সদস্য সংগ্রহ এবং কাউন্সিলিং করে আত্মঘাতী হামলায় শিক্ষিত তরুণদের উদ্বুদ্ধ করার বিশেষ পারদর্শিতার কারণে সে এই কমান্ডিং পদবি পেয়েছে৷ গুলশান হামলার ঘটনায় মারজানের সম্পৃক্ততা পাওয়ার পর থেকেই তাকে খুঁজছিল গোয়েন্দারা৷''
পুলিশ জানায়, ২০১৩ সালের শেষ দিকে জঙ্গি দলের সঙ্গে জড়িয়ে পড়ে মারজান৷ তার আপন বোনজামাই নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ সাগরের মাধ্যমে সে জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ত হয়৷ আগে তারা দুজনই পুরানো জেএমবির একটি অংশের হয়ে কাজ করতো৷ ২০১৫ সালে তারা তামিমের নেতৃত্বে নব্য জেএমবিতে যোগ দেয়৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে পড়াশুনা করলেও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণে মারজান পড়াশুনার পাঠ চুকিয়ে ফেলে৷ তার বাড়ি পাবনায়৷ মারজানই হামলার জন্য ঢাকার গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টকে বাছাই করে বলে পুলিশ জানায়৷
‘জঙ্গি রিক্রুটমেন্ট তৎপরতা বন্ধ করতে হবে’
অন্যদিকে মারজানের সহযোগী সাদ্দাম উত্তরবঙ্গে নব্য জেএমবির সংগঠক হিসেবে কাজ করত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ পুলিশ জানায়, ১০টি মামলার আসামি ছিল সাদ্দাম৷ এর মধ্যে রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও, রহমত আলী খাদেম, বাহাই রুহুল আমিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় এবং কুড়িগ্রামে হোসেন আলী হত্যা মামলা- এই পাঁচটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল সে৷
ওই পাঁচটি মামলা ছাড়াও গাইবান্ধার ডাক্তার দীপ্তি, সাঘাটের রাব্বি হত্যা, গোবিন্দগঞ্জের তরুণ দত্ত হত্যা, নীলফামারির কারবালার খাদেম হত্যা চেষ্টা ও দিনাজপুরের চিরিরবন্দরের ডাক্তার বীরেন্দ্র হত্যাচেষ্টা মামলারও আসামি ছিল সাদ্দাম৷
আরো যেসব জঙ্গি নিহত:
গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় দেশি-বিদেশি ২২ জন নাগরিক নিহত হন৷ তখন পাঁচ জঙ্গিও নিহত হয়৷ তারা হলো: রোহান ইবনে ইমতিয়াজ, নিব্রাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল৷
গুলশানের ঘটনার সাত দিনের মাথায়, অর্থাৎ ৮ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন পুলিশের ওপর হামলা চালায় নব্য জেএমবির একটি গ্রুপ৷ এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় আবীর রহমান নামে নব্য জেএমবির এক সদস্য৷ পরে ৫ আগস্ট র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ঘটনায় আটক শফিউল ও তার সহযোগী আবু মোকাতিল নিহত হয়৷
এরপর গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরের তাজ মঞ্জিলের জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে নিহত হয় ৯ জঙ্গি৷ যাদের মধ্যে ৮ জনের পরিচয় মিললেও একজনের পরিচয় এখনো জানা যায়নি৷ পরিচয় পাওয়া ৮ জন হলো: দিনাজপুরের আব্দুল্লাহ, টাঙ্গাইলের আবু হাকিম নাইম, ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক, ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান, ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক, সাতক্ষীরার মতিউর রহমান, রংপুরের রায়হান কবির ওরফে তারেক এবং নোয়াখালীর জোবায়ের হোসেন৷
২০১৬ সালে এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা
এশিয়ার জন্য কেমন ছিল ২০১৬ সাল? বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, উত্তপ্ত ছিল কাশ্মীর, তাইওয়ান পেয়েছে নতুন নারী প্রেসিডেন্ট, চলে গেছেন থাইল্যান্ডের দীর্ঘদিনের রাজা, আর...
দুই পরমাণু পরীক্ষা
২০১৬ সালের ৬ জানুয়ারি উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে, তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে৷ তবে পরে জানা যায়, আসলে সেটি ছিল একটি ‘নিয়মিত’ পরমাণু পরীক্ষা৷ পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি৷ সেপ্টেম্বরের ৯ তারিখে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশটি আরেকটি পরমাণু পরীক্ষা চালায়৷ এসব কর্মকাণ্ডের কারণে জাতিসংঘ দেশটির উপর আরও নিষেধাজ্ঞা জারি করে৷
ছবি: picture-alliance/dpa/Xinhua
মিয়ানমারে ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর
প্রায় অর্ধ শতক সামরিক শাসনের অধীনে থাকার পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থিন চ৷ তিনি এক সময় অং সান সু চির সহপাঠী ছিলেন৷
ছবি: Getty Images/AFP/N. C. Naing
মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ
জুনে ফিলিপাইন্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রদ্রিগো দুতার্তে৷ তাদের হত্যা করার আহ্বান জানান তিনি৷ দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ইতিমধ্যে কয়েকহাজার মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছে৷
ছবি: Imago/Kyodo News
প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাই ইং-ভেন৷ তিনি তাঁর পূর্বসুরির মতো চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পক্ষে নন৷ ডিসেম্বের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর টেলিফোন আলাপে চীন অসন্তোষ প্রকাশ করে৷
ছবি: Reuters/P. Chuang
তালেবান কমান্ডারকে হত্যা
মে মাসে পাকিস্তান-আফগানিস্তানের মাঝে কোনো এক জায়গায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন মুল্লাহ আখতার মনসুর৷ ২০১৫ সালে তালেবান কমান্ডার হিসেবে প্রতিষ্ঠাতা মুল্লাহ ওমরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি৷ মনসুরের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন হায়বাতুল্লাহ আখুনজাদা৷
নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত ‘দ্য পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন’ গত মে মাসে এক রায়ে দক্ষিণ চীন সাগরের কিছু অংশের প্রতি চীনের যে দাবি তা বাতিল করে দেয়৷ রায় যায় ফিলিপাইনের পক্ষে৷ চীন এই রায় প্রত্যাখ্যান করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/Xinhua/Z. Chunming
সন্ত হলেন টেরেসা
সেপ্টেম্বরের ৪ তারিখ পোপ ফ্রান্সিস মাদার টেরেসাকে ক্যাথলিক সন্ত বলে ঘোষণা করেন৷ ১৯১০ সালে মেসিডোনিয়ায় জন্ম নেয়া টেরেসা ১৯২৯ সালে ভারতে যান৷ এরপর থেকে সেখানেই মানুষের সেবা করেছেন৷ তাঁর কাজের জন্য ১৯৭৯ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Carconi
থাই রাজার মৃত্যু
১৯৪৬ সাল থেকে থাইল্যান্ডের রাজা ছিলেন ভূমিবল আদুলিয়াদে৷ দীর্ঘদিন রোগ ভোগের পর অক্টোবরের ১৩ তারিখ তিনি মারা যান৷ তাঁর প্রয়াণের পর পুরো থাইল্যান্ড জুড়ে যে মাতম চলছে, এমনটা আর কখনো দেখা যায়নি৷ ডিসেম্বরে নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালংকর্ন৷
ছবি: picture-alliance/dpa/R. Yongrit
পাকিস্তানে রক্তপাত
অক্টোবরের ২৪ তারিখ কোয়েটা শহরের পুলিশ একাডেমিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়৷ এতে ৬১ জন ক্যাডেট নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে৷ আগস্টে একই শহরে একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ৭১ জন নিহত হন৷
ছবি: picture-alliance/dpa/J. Taraqai
বাংলাদেশে জঙ্গি হামলা
জুলাইতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বনানি থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ জন বিদেশি নাগরিক ও তিন জন বাংলাদেশি নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে৷
ছবি: bdnews24.com
10 ছবি1 | 10
২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের আরেক অভিযানে নিহত হয় নব্য জেএমবির ‘মাস্টারমাইন্ড' বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহম্মেদ চৌধুরী৷ তামিমের সঙ্গে তার আরো দুই সহযোগীও সেদিন নিহত হয়৷ তাদের একজন ধানমণ্ডির তওসিফ হোসেন ও যশোরের ফজলে রাব্বী৷
২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় জাহিদুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত এক মেজর৷ সে জেএমবির সামরিক প্রশিক্ষণের দায়িত্বে ছিল৷
১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে চালানো অভিযানে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা তানভীর কাদেরী নিহত হয়৷ সেখান থেকে আটক করা হয় তিন নারী জঙ্গি ও তানভীরের ১৪ বছর বয়সী ছেলেকে৷
৮ অক্টোবর গাজীপুরে পৃথক দুই অভিযানে ৯ জঙ্গি ও টাঙ্গাইলে দুই জঙ্গি নিহত হয়৷ একই রাতে সাভারের আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় জেএমবি'র অর্থদাতা আবদুর রহমান ওরফে নাজমুল ওরফে সারওয়ার জাহান৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷ ২৪ ডিসেম্বর আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের সময় সারিকা নামে এক নারী জঙ্গি আত্মঘাতী হন৷ এবং কিশোর আফিফ কাদেরি নিহত হয়৷ আফিফ আজিমপুর অভিযানে নিহত তানভীর কাদেরির ছলে৷
আর সর্বশেষ ৬ জানুয়ারি শুক্রবার নিহত হলো জঙ্গি মারজান ও সাদ্দাম৷
হোলি আর্টিজানে হামলার পর থেকে গত ছয় মাসে জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘জঙ্গিবিরোধী অভিযানের দু'টি দিক আছে৷ একটি এন্টি টেররিজম এবং আরেকটি কাউন্টার টেররিজম৷ এখন যেটা হচ্ছে সেটা এন্টি টেররিজম৷ কিন্তু এরসঙ্গে সমানতালে কাউন্টার টেররিজমের কাজও চালাতে হবে৷''
তিনি বলেন, ‘‘জঙ্গিদের রিক্রুটমেন্ট, তাদের অর্থের উৎস, তাদের মোটিভেশন তৎপরতাও বন্ধ করতে হবে৷ হয়তো সেটা নিয়েও কাউন্টার টেররিজমের কাজ হচ্ছে৷ এটা আরো জোরদার করা প্রয়োজন৷''
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগারদের উপর বিভিন্ন হামলায় মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার কথা বলছে গোয়েন্দারা৷ এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ-এর পাঁচ ছাত্র৷ তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়৷ এরা সকলেই ছিল আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য৷
ছবি: DW/Harun Ur Rashid
ধনাঢ্য পরিবারের সন্তানদের মগজ ধোলাই
ধনাঢ্য পরিবারের সন্তানদের ভুলিয়েভালিয়ে দলে নিচ্ছে জঙ্গিরা, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা তাই জঙ্গিবাদ প্রতিরোধের জন্য আগামীতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার কথাও ভাবছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
আছে বুয়েটের শিক্ষার্থীরাও
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর ছাত্র মোহাম্মদ নুরউদ্দনি এবং আবু বারাকাত মোহাম্মদ রফকিুল হাসান হাসানকে বুয়েট থেকে বহিষ্কার করে পুলিশে দেয়া হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷
ছবি: DW/Harun Ur Rashid
হিযবুত তাহরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষক
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববদ্যিালয়ের আইবিএ-র শিক্ষক ছিলেন৷
ছবি: DW/Harun Ur Rashid
মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে
কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের কারখানা বলা হতে একসময়৷ সেই বাস্তবতা মুছে যায়নি৷ ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দু’জন নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী দাবি করেছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
সতর্ক পুলিশ
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং জঙ্গি বিষয়ক বিশেষ সেলের সদস্য সানোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পর্যবেক্ষণ বলছে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের একাংশ এখন জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে৷ আর যারা অপারেশনে অংশ নিচ্ছে, তারাও বয়সে তরুণ এবং ছাত্র৷''