জগন্নাথে উপাচার্যের দায়িত্বে কোষাধ্যক্ষ কামালউদ্দিন
১৯ মার্চ ২০২১বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর ই আলম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নতুন উপাচার্য দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রেজারার উপাচার্যের দায়িত্ব পালন করবেন৷ সেটি আমরা স্মরণ করিয়ে দিয়েছি৷’’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ১০ ধারার ৩ উপধারা অনুযায়ী, উপাচার্যের শূন্য পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন৷ ২০১৩ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদ কাটানো অধ্যাপক মীজানুর রহমানের মেয়াদ ১৯ মার্চ শেষ হওয়ার কথা৷
অধ্যাপক কামালউদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ২০১৯ সালের নভেম্বর থেকে৷ তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও ছিলেন৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)