1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গল ফেলে নিঃশ্বাস!

১ নভেম্বর ২০১৮

ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে জঙ্গলের শ্বাস নেবার একটি ভিডিও৷

ক্যানাডার একটি বনছবি: Imago/All Canada Photos

গাছের প্রাণ থাকার কথা আমরা সবাই জানি৷ কিন্তু গাছের সাথে সাথে গোটা জঙ্গল যে অবিকল মানুষের মতো নিঃশ্বাস ফেলতে পারে, তা জানতেন কি?

এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ক্যানাডার শহর, কুইবেকে৷

৩৫ সেকেন্ডের এই ছোট ভিডিওটিতে দেখা যাচ্ছে সেই শহরের ফুলে ওঠা জঙ্গলের কিছু অংশ৷<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FJungleVT%2Fvideos%2F1087699188063241%2F&show_text=0&width=268" width="268" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

বৈজ্ঞানিকেরা এই আশ্চর্য নিঃশ্বাসের জন্য দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় তৈরি হওয়া আর্দ্রতা ও শীতের অদ্ভুত মিশ্রণকে৷

ইতিমধ্যে ভিডিওটি অন্তত ১৩,০০০ বার শেয়ার করা হয়েছে৷

শুধু তাই নয়, ইউটিউব, ফেসবুক মিলিয়ে ভিডিওটি দেখেছেন দশ লক্ষেরও বেশি মানুষ৷

কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাকে তোয়াক্কা না করেই এর সাথে যোগ হচ্ছে জঙ্গলের নিঃশ্বাস নেওয়া নিয়ে হরেক রকম গুজব৷ আর তার সঙ্গে ভাইরাল হওয়া এই ভিডিও-র প্রতি মানুষের আগ্রহও বেড়ে চলেছে তাল মিলিয়ে৷

এসএস/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ