1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিদের আর্থিক সহায়তা দিচ্ছে লস্কর-ই-তৈয়বা

১৯ জুলাই ২০০৯

বাংলাদেশের জঙ্গিদের আর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা৷ গোয়েন্দাদের এই তথ্য দিয়েছেন ঢাকায় আটক লস্কর-ই-তৈয়বার তাত্ত্বিক নেতা মুফতি শেখ ওবায়দুল্লাহ৷

আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের প্রেরণা ওসামা বিন লাদেন (ফাইল ফটো)ছবি: AP

তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি৷ ১৪ বছর আগে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন৷

মুফতি শেখ ওবায়দুল্লাহকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে৷ গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য দিয়ে জানান, বাংলাদেশের জঙ্গিদের লস্কর-ই-তৈয়বা আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে৷ বিশেষ করে হরকাতুল জিহাদের সঙ্গে লস্কর-ই-তৈয়বার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট৷ লস্কর-ই-তৈয়বার দুই শীর্ষ নেতা খুররম খোয়াম এবং আমির রেজা খান সরাসরি হরকাতুল জিহাদকে সহায়তা করেন৷

মুফতি ওবায়দুল্লাহ গোয়েন্দাদের জানিয়েছেন, আফগান যুদ্ধে বাংলাদেশের হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়৷ উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, কী উদ্দেশ্যে লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের জঙ্গিদের সহায়তা করছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷

মুফতি হান্নান ছাড়াও ওবায়দুল্লাহর সঙ্গে শায়খ রহমানের পরিচয় ছিল৷ আরো অনেক বাংলাদেশি জঙ্গির সাথে তাঁর পরিচয় আছে৷ ২১ আগষ্টের গ্রেনেড হামলা, কোটালি পাড়ায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ আরো অনেক জঙ্গি হামলায় নেতৃত্বদানকারীদের চেনেন এই ভারতীয় জঙ্গি৷

মনিরুল ইসলাম জানান, মুফতি ওবায়দুল্লাহর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন তাঁরা৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ