1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘জঙ্গিবাদের ফল ভালো হবে না''

২১ মে ২০১৫

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অধ্যাপক জাফর ইকবাল ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র সহ ১০ জনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হলো৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব গুরুত্ব পেয়েছে বিষয়টি৷

Bildergalerie Irak Regionalkonflikt irakische Soldaten 24.06.2014
ছবি: Reuters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, অধ্যাপক জাফর ইকবাল ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩'৷ জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ সাহা, ইকবালুর রহিম, পলান সুতারকেও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

সংবাদ মাধ্যমে প্রচারিত প্রাণনাশের সর্বশেষ হুমকির চিঠিতে কাউকে ‘ইসলাম বিরোধী উপদেষ্টা', কাউকে ‘ইসলাম বিরোধী' বা কাউকে ‘হিন্দু মৌলবাদী' হিসেবে উল্লেখ করা হয়েছে৷

ঐ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েনের নামও রয়েছে৷ এতে বিস্মিত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি খবর শেয়ার করে লিখেছেন, ‘‘আমি কীভাবে এই বিশিষ্ট দশের একজন হলাম?'' তাঁর এই স্ট্যাটাসের নীচে মন্তব্য করেছেন অনেকে৷ যেমন মোর্শেদুল কাইয়ুম লিখেছেন, ‘‘চিন্তার বিষয়...৷'' পার্বতি দাশ লিখেছেন, ‘‘প্রশাসনের ভাষ্য কি জানতে ইচ্ছে করছে! আর কতোদিন এভাবে, দেশে সুস্থ বুদ্ধিসম্পন্ন কাউকেই থাকতে দেয়া হবে বলে মনে হয় না৷ দিদি, সাবধানে থাকবেন৷'' রুমি হক মনে করেন, কাবেরি গায়েন লেখালেখি করেন বলেই তাঁকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ হাসান তৌফিক লিখেছেন, ‘‘কিছুটা বোঝা যাচ্ছে ওরা কাদের চিন্তার সামনে অস্তিত্বের সংকটে ভোগে৷'' নুর নবী দুলালের মন্তব্য, ‘‘এতদিন যারা ব্লগার হত্যায় মনে করত ব্লগাররা বাড়াবাড়ি করছে বলেই শান্তির ধর্মের শান্তির কবুতররা অস্থির হয়ে উঠেছে, তাদের জন্য এটি একটি সামান্য শিক্ষামূলক ইভেন্ট৷ কেউ রেহাই পাবেনা এই নিয়ামত থেকে৷ জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার ফল কখনোই ভালো হবে না, হতে পারেনা৷ প্রমাণ হলো এটি আবার৷''

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুকে ১০ জনকে হত্যা হুমকির খবরটি শেয়ার করা হয়েছিল৷ সেখানেও অনেক পাঠক মন্তব্য করেছেন৷ মোহাম্মদ কাওসার আলম লিখেছেন, ‘‘এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার৷ এরা তো গণহারে সবাইরে নাস্তিক ট্যাগ দিচ্ছে...''৷ আরেক পাঠক মন্তব্য করেছেন, ‘‘আর চুপ করে থাকা যায়না৷'' হাফেজ আব্দুল হক রশিদ অবশ্য মনে করেন, হুমকির বিষয়টি বানোয়াট৷

টুইটারেও আছে এ নিয়ে আলোচনা৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাঁকে হত্যার হুমকি দেয়ার খবরটি নিশ্চিত করেছেন৷ তিনি মনে করেন, ব্লগার হত্যার বিরুদ্ধে সোচ্চার বলেই আল-কায়েদা তাঁকে হত্যা করতে চাইছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ