জঙ্গি হামলার প্রতিবাদ জানাতে বাংলাদেশে একলাখের বেশি শিক্ষার্থী একে অপরের হাত ধরে মানববন্ধন তৈরি করেছে সোমবার৷ সম্প্রতি বাংলাদেশে দু'টি হামলায় বেশ কয়েকজন নিহতের পর এই উদ্যোগ নেয় শিক্ষার্থীরা৷
বিজ্ঞাপন
ইসলামি উগ্রপন্থার উত্থানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা এবং অন্যান্য শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থী প্রতিবাদে অংশ নেয়৷ প্রতিবাদকারীদের হাতে ছিল ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ'' এবং ‘‘আমরা শান্তি চাই: সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই'' ব্যানার৷
প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, তারা বিশেষভাবে চাচ্ছিলেন শিক্ষার্থীরা সোমবার প্রতিবাদে নেতৃত্ব দিক৷ কেননা, গতমাসে দুই হামলায় সন্দেহভাজনরা অধিকাংশই শিক্ষার্থী এবং বয়সে তরুণ ছিল৷
আয়োজকদের একজন, তানভীর শাকিল জয় বলেন, ‘‘আমরা যে-কোনো ভাবাদর্শভিত্তিক উগ্রপন্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি৷ আমরা সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই৷'' ক্ষমতাসীন দলের এই সাবেক আইনপ্রণেতা আরো বলেন, ‘‘আমি অত্যন্ত উৎসাহ বোধ করছি এজন্য যে আজকের প্রতিবাদ কর্মসূচিতে ছেলেমেয়ে নির্বিশেষে অনেক শিক্ষার্থী অংশ নিয়েছে৷''
ঢাকার পঞ্চাশটি স্থানে এবং জেলা সদর সহ বড় শহরগুলোতে একসঙ্গে এই প্রতিবাদের আয়োজন করা হয় বলেও জানান জয়৷ বার্তা সংস্থা এপি'কে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি গণসাক্ষর কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে৷
প্রসঙ্গত, সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা গতমাসে ঢাকার একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিশ ব্যক্তিকে হত্যা করে, যাদের মধ্যে সতেরজনই ছিলেন বিদেশি নাগরিক৷ এরপর এক ঈদের জামাতে হামলায় প্রাণ হারায় তিন ব্যক্তি৷ উভয় হামলার দায় স্বীকার করেছে তথাকথিত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট৷' তবে দেশটির সরকার এসব হামলার পেছনে স্থানীয় জঙ্গী গোষ্ঠী ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ' জড়িত বলে জানিয়েছে৷
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগারদের উপর বিভিন্ন হামলায় মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার কথা বলছে গোয়েন্দারা৷ এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ-এর পাঁচ ছাত্র৷ তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়৷ এরা সকলেই ছিল আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য৷
ছবি: DW/Harun Ur Rashid
ধনাঢ্য পরিবারের সন্তানদের মগজ ধোলাই
ধনাঢ্য পরিবারের সন্তানদের ভুলিয়েভালিয়ে দলে নিচ্ছে জঙ্গিরা, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা তাই জঙ্গিবাদ প্রতিরোধের জন্য আগামীতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার কথাও ভাবছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
আছে বুয়েটের শিক্ষার্থীরাও
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর ছাত্র মোহাম্মদ নুরউদ্দনি এবং আবু বারাকাত মোহাম্মদ রফকিুল হাসান হাসানকে বুয়েট থেকে বহিষ্কার করে পুলিশে দেয়া হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷
ছবি: DW/Harun Ur Rashid
হিযবুত তাহরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষক
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববদ্যিালয়ের আইবিএ-র শিক্ষক ছিলেন৷
ছবি: DW/Harun Ur Rashid
মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে
কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের কারখানা বলা হতে একসময়৷ সেই বাস্তবতা মুছে যায়নি৷ ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দু’জন নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী দাবি করেছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
সতর্ক পুলিশ
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং জঙ্গি বিষয়ক বিশেষ সেলের সদস্য সানোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পর্যবেক্ষণ বলছে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের একাংশ এখন জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে৷ আর যারা অপারেশনে অংশ নিচ্ছে, তারাও বয়সে তরুণ এবং ছাত্র৷''
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
6 ছবি1 | 6
এদিকে, গত সপ্তাহে ঢাকার কল্যাণপুরে পুলিশের রেইডে নয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বয়সে তরুণ৷ দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রপন্থিদের দমনের অঙ্গীকার করেছেন এবং জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
মুসলিমপ্রধান বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি৷ ‘ব্রিটিশ কমন ল' ভিত্তিক সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে দেশটিতে৷ তবে স্থানীয় বিভিন্ন উগ্রইসলামপন্থি গোষ্ঠী সেখানে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়৷
বিভীষিকার ১২ ঘণ্টা
ঢাকার গুলশানের আর্টিজান ক্যাফেতে দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি ঘটনার অবসান হলেও মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না৷ এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত হয়েছে ২০ জিম্মি৷ নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও৷
ছবি: Getty Images/M. H. Opu
ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷
ছবি: picture-alliance/AP Photo
দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম৷
ছবি: Getty Images/M. H. Opu
প্রধানমন্ত্রীর বক্তব্য
কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছ'জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বলেছেন, বাকি কয়েকজনকে হয়তো বাঁচানো যায়নি৷ এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছে বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি৷
ছবি: Reuters
এ যেন দুঃস্বপ্ন
কমান্ডো অভিযানে মুক্ত গুলশানের ক্যাফে থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের ১২ ঘণ্টার ‘দুঃস্বপ্ন’ কাটছে না৷ তাঁদের চোখে মুখে ক্লান্তি ও ভীতির ছাপ৷ তারা বলছিলেন, কয়েকজনের মৃতদেহ দেখেছেন, অনেক জায়গায় রক্তের ছাপ৷
ছবি: picture-alliance/AP Photo
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
তাঁরা বলছেন, জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে৷ সুরা পড়তে পারার পর তাঁদেরকে রাতে খেতেও দেওয়া হয়৷ যাঁরা হিজাব পরা ছিল, তাঁদের বাড়তি খাতির করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das
আইএস-এর দায় স্বীকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে৷ এই জঙ্গি দলের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সব খবরে দাবি করা হয় যে, ‘তাদের’ এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন৷
ছবি: picture-alliance/abaca
কমান্ডো অভিযান
সকাল ৭ টা ৩০ মিনিটে রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়৷ ৮ টা ১৫ মিনিটে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভবনের নিয়ন্ত্রণ ও আতঙ্কের অবসান
৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা৷ গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে৷ ৯ টা ১৫ মিনিটে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়৷