1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবাদ উত্থানের প্রতিবাদ

১ আগস্ট ২০১৬

জঙ্গি হামলার প্রতিবাদ জানাতে বাংলাদেশে একলাখের বেশি শিক্ষার্থী একে অপরের হাত ধরে মানববন্ধন তৈরি করেছে সোমবার৷ সম্প্রতি বাংলাদেশে দু'টি হামলায় বেশ কয়েকজন নিহতের পর এই উদ্যোগ নেয় শিক্ষার্থীরা৷

Bangladesh Demonstration gegen Terrorismus
ছবি: picture-alliance/AP Photo

ইসলামি উগ্রপন্থার উত্থানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা এবং অন্যান্য শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থী প্রতিবাদে অংশ নেয়৷ প্রতিবাদকারীদের হাতে ছিল ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ'' এবং ‘‘আমরা শান্তি চাই: সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই'' ব্যানার৷

প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, তারা বিশেষভাবে চাচ্ছিলেন শিক্ষার্থীরা সোমবার প্রতিবাদে নেতৃত্ব দিক৷ কেননা, গতমাসে দুই হামলায় সন্দেহভাজনরা অধিকাংশই শিক্ষার্থী এবং বয়সে তরুণ ছিল৷

আয়োজকদের একজন, তানভীর শাকিল জয় বলেন, ‘‘আমরা যে-কোনো ভাবাদর্শভিত্তিক উগ্রপন্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি৷ আমরা সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই৷'' ক্ষমতাসীন দলের এই সাবেক আইনপ্রণেতা আরো বলেন, ‘‘আমি অত্যন্ত উৎসাহ বোধ করছি এজন্য যে আজকের প্রতিবাদ কর্মসূচিতে ছেলেমেয়ে নির্বিশেষে অনেক শিক্ষার্থী অংশ নিয়েছে৷''

প্রতিবাদ কর্মসূচিতে অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেছবি: picture-alliance/AP Photo

ঢাকার পঞ্চাশটি স্থানে এবং জেলা সদর সহ বড় শহরগুলোতে একসঙ্গে এই প্রতিবাদের আয়োজন করা হয় বলেও জানান জয়৷ বার্তা সংস্থা এপি'কে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি গণসাক্ষর কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে৷

প্রসঙ্গত, সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা গতমাসে ঢাকার একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিশ ব্যক্তিকে হত্যা করে, যাদের মধ্যে সতেরজনই ছিলেন বিদেশি নাগরিক৷ এরপর এক ঈদের জামাতে হামলায় প্রাণ হারায় তিন ব্যক্তি৷ উভয় হামলার দায় স্বীকার করেছে তথাকথিত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট৷' তবে দেশটির সরকার এসব হামলার পেছনে স্থানীয় জঙ্গী গোষ্ঠী ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ' জড়িত বলে জানিয়েছে৷

এদিকে, গত সপ্তাহে ঢাকার কল্যাণপুরে পুলিশের রেইডে নয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বয়সে তরুণ৷ দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রপন্থিদের দমনের অঙ্গীকার করেছেন এবং জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷

মুসলিমপ্রধান বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি৷ ‘ব্রিটিশ কমন ল' ভিত্তিক সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে দেশটিতে৷ তবে স্থানীয় বিভিন্ন উগ্রইসলামপন্থি গোষ্ঠী সেখানে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়৷

এআই / জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ