1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবাদের নতুন টার্গেট এবার বাংলাদেশ

১৭ আগস্ট ২০১২

আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর টর্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ৷ সংগঠনগুলি নানা প্রক্রিয়ায় এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছে৷ আর দেশের জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতাও থেমে নেই৷

ছবি: AP

২০০৫ সালের ১৭ই আগস্ট এই দিনে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলা প্রকম্পিত হয়েছিল জঙ্গি বোমায়৷ সেই সিরিজ বোমা হামলার পর মোট ৫১ জানের ফাঁসির আদেশ হয়৷ তাদের মধ্যে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইসহ ছয় জনের ফাঁসি কার্যকর হয়৷ বাকিদের ফাঁসি এখনো কার্যকর হয়নি৷ যা ডয়চে ভেলেকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম৷

এরপরও অবশ্য জঙ্গিদের তৎপরতা থেমে নেই৷ তবে তাদের হামলার ঘটনা এখন প্রায় বন্ধ থাকলেও, সাংগঠনিক কার্যক্রম অব্যাহত আছে৷

আর এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা৷ গত বৃহস্পতিবার পুলিশ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়সে মোহাম্মদের বাংলাদেশের প্রধান সংগঠক মাওলানা মোহাম্দ ইউনুসকে গ্রেপ্তার করেছে৷ সে পাকিস্তানে অবস্থানরত মাওলানা সাবেরের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশে জয়সে মোহাম্মদের কার্যক্রম বিস্তৃত করার চেষ্টা করছিল৷

গত দু'বছরে বাংলাদেশ থেকে ২০ জনেরও বেশি আন্তর্জাতিক জঙ্গিকে আটক করা হয়েছে৷ এর মধ্যে জয়সে মোহাম্মদ ছাড়াও লস্কর ই তৈয়বা এবং হুজির সদস্য রয়েছে৷ তাদের মধ্য বাংলাদেশের নাগরিক ছাড়াও রয়েছে পাকিস্তান এবং ভারতের নাগরিক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ