1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্রবাদ

১৯ আগস্ট ২০১২

আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর বাংলাদেশ জঙ্গিবাদের হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা৷ মেজর জেনারেল মুনীরউজ্জামান (অব.) জানান, তালেবানের সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে৷

ছবি: Getty Images

আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে৷ বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিট স্টাডিজ'এর চেয়ারম্যান নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মুনীরউজ্জামান (অব.) মনে করেন, এরপর বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকির মধ্য পড়ার আশঙ্কা আছে৷ কারণ আফগানিস্তানের তালেবান জঙ্গিরা তখন আঞ্চলিকভাবে সক্রিয় হয়ে উঠবে৷ কিন্তু বাংলাদেশ এ বিষয়ে এখনও কোনো প্রস্তুতি নেয়া শুরু করেনি৷ যার খুবই প্রয়োজন৷

তিনি ডয়চে ভলেকে জানান, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে৷ রাশিয়ার সেনাবাহিনী তাড়াতে বাংলাদেশের অনেক জঙ্গিই আফগান রণাঙ্গনে তালেবানের সঙ্গে যুদ্ধ করেছে৷ আর তারাই পরে বাংলাদেশে ফিরে এসে জঙ্গি সংগঠন গড়ে তুলেছে৷ তাই তালেবান জঙ্গিরা আবারো সক্রিয় হলে, বাংলাদেশও তার বাইরে থাকবেনা৷

মুনীরউজ্জামান বলেন, বাংলাদেশে জঙ্গি বিরোধি ব্যাপক অভিযানের পরও তাদের সাংগঠনিক কাজ থেমে নেই৷ অপারেশ বন্ধ আছে৷ আর এর মধ্যে হিযবুত তাহরিরের মতো উগ্রবাদী সংগঠনের অবস্থান আরো সংহত হয়েছে৷

তিনি মনে করেন, বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অবস্থা পর্যালোচনা করে জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ