1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ জুলাই ২০১৬

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিন লাখ মসজিদে জুমার নামাজের আগে খুতবা (ধর্মীয় নির্দেশনা) দেয়া হয়েছে৷ আর এই খুত্‍বায় ইসলামের নামে মানুষ হত্যা বা হামলাকে ‘হারাম' ও পাপ বলে জানিয়েছেন খতিবরা৷

Eid al Fitr Asien Bangladesch Ferien Reise Dritte Welt
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই খুতবার উদ্যোগ নেয়৷ তারা জনিয়েছে, জুমার নামাজে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই খুত্‍বা অব্যাহত থাকবে৷

ঢাকার গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে ১ জুলাই জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন৷ এছাড়া উদ্ধার অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা ও অভিযানে ছয় জঙ্গি নিহত হয়৷ এর কয়েকদিন পরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় চার জন নিহত হয়৷ তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয় প্রচারণা ও সামাজিক সচেতনতার উদ্যোগ নেয়৷ তারই অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মেকাররমসহ তিন লাখ মসজিদে একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দেয়া হলো৷

এহসানুল হক

This browser does not support the audio element.

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব বড় বড় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আগেই লিখিত খুতবা পাঠায়৷ চালানো হয় প্রচারণা৷ আর শুক্রবার জুমার নামাজে একযোগে সব মসজিদে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হয়৷

বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী খুতবায় বলেন, অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে৷ হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে পিছিয়ে থাকা যাবে না৷ সমাজের সবাইকে সম্মিলিতভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে৷

তিনি বলেন, ‘‘অশান্তির কার্যকলাপ করে ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করা হচ্ছে৷ নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ৷ একই সঙ্গে আত্মঘাতী হওয়াও গর্হিত ও গুণাহের কাজ৷ প্রত্যেক মানুষের দায়িত্ব জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সচেতন হওয়া৷''

ঢাকার মিরপুরের বায়তুল রওশন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক আল মুজাদ্দেদি ডয়চে ভেলেক জানান, ‘‘এই খুতবার মূল কথা হলো ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না৷ যারা এটা করছে, তারা ইসলামের শত্রু৷''

তিনি জানান, ‘‘এই খুতবা এখন থেকে প্রতি জুমার নামাজের সময় প্রচার করা হবে৷ তবে এটা শুধু জুমার নামাজের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না৷''

তাঁর মতে, ‘‘খুতবার বক্তব্য সমাজের সবখানে ছড়িয়ে দিতে হবে৷ যুব সমাজের মাঝে, প্রশাসনের মাঝে , অভিভাবকদের মাঝে৷ সবাইকে সচেতন করতে হবে৷''

জুমার নামাজ আদায়কারী মুসল্লিরা এই খুতবাকে স্বাগত জানিয়েছেন৷ মুগদা জামে মসজিদে জুমার নামাজ আদায়কারী মুসলিল রোকন রাইয়ান বলেন, ‘‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই খুতবা আরো আগে থেকে শুরু করা উচিত ছিল৷''

মিরপুর দারুস সালাম থানার পাশে বায়তুল মাগফেরাত জামে মসজিদে নামাজ আদায়কারী ফারুক কাদের ভূঁইয়া বলেন, ‘‘মসজিদে জঙ্গিবাদীবিরোধী বক্তব্য দিয়েছেন ইমাম৷ স্থানীয়দের বাসা ভাড়ার বিষয়ে সতর্ক হতে মসজিদ কমিটির মুতাওয়াল্লি আলহাজ সেলিম খান সবার প্রতি আহ্বান জানান৷''

ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই খুতবা অব্যাহত থাকবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ