1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে চার বাংলাদেশির কারাদণ্ড

১২ জুলাই ২০১৬

মার্চ মাসে সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ' গড়ে তোলে মিজানুর রহমান৷ তার ‘স্বপ্ন' ছিল আইএস-এ যোগ দিয়ে ‘মুজাহিদ' হওয়া এবং সশস্ত্র যুদ্ধে ‘অবিশ্বাসীদের' ধ্বংস করা৷ কিন্তু সেটা আর হলো না!

সিঙ্গাপুরে ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ' গড়ে তোলে মিজানুর রহমান
ছবি: picture-alliance/AP Photo//Ministry of Home Affairs

সিঙ্গাপুরে সেই চার বাংলাদেশি জঙ্গি

00:50

This browser does not support the video element.

সিঙ্গাপুরের সন্ত্রাসবিরোধী আইনে এই প্রথমবারের মতো দণ্ডিত হলো কোনো বাংলাদেশি৷ তবে মিজানুর (৩১) একা নয়, তার সঙ্গে রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) এবং ইসমাইল হাওলাদার সোহেলকেও (২৯) সাজা দিয়েছে আদালত৷

শুনানিতে বলা হয়েছে, মিজানুর ও তার দল নিয়মিত বুন লে পার্ক এবং ওয়াটারফ্রন্ট পার্কে জড়ো হয়ে তার সেই ‘স্বপ্ন বাস্তবায়নের' জন্য পরিকল্পনা করতো৷ শুধু তাই নয়, দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাও নাকি ছিল তাদের৷ আদালতে তারা বলেছে, এ সব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কয়েক হাজার মার্কিন ডলার জোগাড় ও সরবরাহ করার উদ্যাগও নেয়া হয়েছিল৷

জানা গেছে, বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা জোগানোর দায়েই এই চার বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুর৷ আদালতে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ স্বীকারও করেছে মিজানুর৷

গত এপ্রিলে মোট আটজন বাংলাদেশিকে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক করার পর ছয় জনকে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়৷ দণ্ডপ্রাপ্ত এই চারজন ছাড়া বাকি অভিযুক্তরা হলো দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯)৷ তাদের বিচারের বিষয়টি এ মুহূর্তে প্রক্রিয়াধীন আছে৷

ডিজি/এসিবি (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ