1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিরা এখনও সক্রিয় বাংলাদেশে

১৭ আগস্ট ২০১১

বাংলাদেশে সিরিজ বোমা হামলার ছয় বছর পরও জঙ্গিরা এখনও সক্রিয়৷ বোমা হামলার ঘটনায় ৩২২টি মামলা হলেও, বিচার হয়েছে মাত্র ৭৮টির৷ আর ৭৩ জন শীর্ষ জঙ্গি এখনও রয়েছে ধরা ছোয়ার বাইরে৷

২০০৬ সালে গ্রেপ্তার হয়েছিল জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানছবি: DW

২০০৫ সালের ১৭ই আগস্ট জেএমবি'র জঙ্গিরা বাংলাদেশের ৬৪টি জেলায় একযোগে বোমা হামলা চালায়৷ তারপর তারা ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে বিচারকদের হত্যা করে৷ ওইসব হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ জঙ্গিদের ফাঁসি হলেও, বাংলাদেশে এখনও জঙ্গি তৎপরতা নির্মূল হয়নি৷ বিশেষ করে হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহরির এখনও পুরোমাত্রায় সক্রিয়৷ নিষিদ্ধ হলেও গত শনিবার হিজবুত তাহরির ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে তারা৷ জঙ্গি বিষয়ক গবেষক অধ্যাপক আব্দুর রব বলেন, হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহরির আমাদের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে৷

বার বার জঙ্গি হামলার শিকার হয়েছে বাংলাদেশছবি: AP

ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ এই দুইটি সংগঠনের তৎপরতার কথা স্বীকার করে বলেন, তাদের কাজ নজরদারিতে রাখা হয়েছে৷

সিরিজ বোমা হামলার পর মোট ৩২২টি মামলা দায়ের করা হয়৷ এরমধ্যে মাত্র ১১৫টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে এ পর্যন্ত৷ বিচার হয়েছে ৭৮টি মামলার৷ আর শাস্তি হয়েছে ২০৩ জন জঙ্গির৷ ঢাকায় ৫টি মামলায় এখনও বোমা বহনকারীকে সনাক্ত করা যায়নি৷ তাই চার্শিটও হয়নি৷ এই মামলার দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউর রহমান জানান, এসব মামলার তদন্তে তাড়াহুড়ো করতে নেই৷ সঠিক তথ্য প্রমান সংগ্রহ করে চার্জশিট না দিলে জঙ্গিরা সুবিধা পাবে৷

সিরিজ বেমা হামলায় জড়িত মোট ৫০০ জন জঙ্গির নাম এসেছে৷ এদের মধ্যে ৭৩ জন জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ