পাকিস্তানে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল৷ এখন দুটো কামনা বাংলাদেশের সবার মনে, এক, জঙ্গি হামলার সামান্য আশঙ্কা থাকলে তা-ও দূর হোক, দুই, সব আশঙ্কা আর হিসেব ভুল প্রমাণ করে জিতে ফিরুক মাহমুদুল্লার দল৷
বিজ্ঞাপন
মাহমুদুল্লাহদের নিরাপদ সফর অবশ্য শুধু বাংলাদেশের মানুষেরই একান্ত কাম্য নয়, পাকিস্তান সরকার এবং বিশ্বের সব শান্তিকামী মানুষও তা-ই চান৷
তাই এক্ষেত্রে অশুভ শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, এ কথা বলতেই পারি৷
আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরানোর লড়াইটা শেষ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান এবং তাঁর সরকার যে মরিয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সেকারণে নিরাপত্তার খুব ভালো ব্যবস্থাই নেয়া হয়েছে৷
পাকিস্তানের পুলিশ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, স্টেডিয়ামে থাকবে তিন স্তরের নিরাপত্তা৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন৷
২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ নারী দল এবং শ্রীলঙ্কার টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট দলও পাকিস্তান সফর করছে৷ কোনো সফরে কোনো সমস্যাই হয়নি৷ তিন ধাপে সাজানো বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে সমস্যামুক্ত রাখতেও সব চেষ্টাই করছে পাকিস্তান সরকার৷
তারপরও যেটুকু শঙ্কা থাকবে তা দূরে সরিয়েই খেলতে হবে৷ এটাই পেশাদারিত্ব৷ আগের দলগুলো এই পেশাদারিত্ব দেখাতে পেরেছে, মাহমুদুল্লাহর নেতৃত্বে বর্তমান দলটাও তা পারবে৷
আর এইটুকু পারলে মাঠের খেলাটাও সহজ হয়ে যাবে৷ খেলায় সাফল্যের প্রথম শর্তই তো চাপমুক্ত থাকা৷
২০১৯ সালে একেবারে চাপমুক্ত খেলা খেলেই টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির একটা দল৷
ওই দলের তুলনায় সাকিব, মুশফিকুরবিহীন মাহমুদুল্লাহর দলটা তো যথেষ্ট ভালো৷
এই সিরিজে বাংলাদেশের প্রেরণা হতে পারে ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ৷ ভারতে তিন ম্যাচের সেই সিরিজ ২-১-এ হেরেছিল মাহমুদুল্লাহর দল৷ বিপরীতে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু একেবারে জঘন্য৷ ২০১৯ সালে দশ ম্যাচ খেলে আটটিতেই হেরেছে, জিতেছে মাত্র একটিতে৷ সাফল্যের ধারায় ফিরতে সাতজন নতুনকে নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা৷ ভারতকে ভারতে হারানো সম্ভব হলে পাকিস্তানে এমন দলকে হারাতে পারবে না কেন বাংলাদেশ?
২২৯ হামলায় ৩৫৭ নিহতের দেশ পাকিস্তানে ক্রিকেট!
নিরাপত্তার শঙ্কা নিয়েই অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল৷ পরিসংখ্যান বলছে, পাকিস্তানে সন্ত্রাসী হামলা আগের তুলনায় কমেছে৷ তারপরও যত হামলা হয়েছে এবং যত মানুষ হতাহত হয়েছে, জানলে আতঙ্কিত হতে হয়৷ দেখুন ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/A. Hassan
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর
শেষ পর্যন্ত জাতীয় দলের পাকিস্তান সফরে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ এ সমফরে তিন দফায় তিনটি টি-টোয়েন্টি, একটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ৷ ২৪ ,২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি ম্যাচ খেলে দেশে ফিরবে টি-টোয়েন্টি দল৷ তারপর রাওয়ালপিন্ডিতে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট৷ তারপর ৩ এপ্রিল করাচিতে হবে একমাত্র ওয়ানডে৷ দুদিন পর সেখানেই শুরু হবে দ্বিতীয় টেস্ট৷
ছবি: DW/A. Islam
মৃত্যু কমেছে
২০১৮ সালের তুলনায় পাকিস্তানে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা শতকরা ৪০ ভাগ কমেছে৷
ছবি: Getty Images/AFP/B. Khan
তারপরও ভয়াবহ চিত্র
আগের বছরের চেয়ে কমলেও ২০১৯ সালে মোট ২২৯টি সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানে৷ এসব হামলায় ৩৫৭ জন নিহত ও অন্তত ৭২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পিআইপিএস৷
ছবি: Getty Images/AFP/B. Khan
সবচেয়ে বড় আতঙ্ক যারা
পিআইপিএস-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ইসলামী জঙ্গি সংগঠন আইএস-এর দাপট দৃশ্যত বেশ কমেছে৷ তবে বেড়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আর বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র হামলা৷ ২২৯টির মধ্যে সবচেয়ে বেশি ১৫৮টি হামলা চালিয়েছে টিটিপি ও তার সহযোগী জঙ্গি সংগঠন৷ তারপরই ছিল বিএলএ৷ মোট ৫৭টি হামলা চালায় তারা৷
ছবি: picture-alliance/dpa/Ttp
মরছে সবাই
২০১৯ সালের ২২৯টি হামলায় সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক প্রায় সমান হারে নিহত হয়েছে৷ নিহত ৩৫৭ জনের মধ্যে ১৬৪ জন বেসামরিক নাগরিক, ১৬৩ জন নিরাপত্তা কর্মী আর বাকি ৩০ জন জঙ্গি৷
ছবি: Getty Images/AFP/B. Khan
বড় টার্গেট নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা
পিআইপিএস-এর প্রতিবেদন আরো জানাচ্ছে, ২০১৯ সালের মোট হামলার শতকরা ৫২ ভাগই হয়েছে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থায়৷২২৯টি হামলার মধ্যে ১১৮টিই হয়েছে এসব জায়গায়৷
ছবি: Reuters/Stringer
যেখানে সবচেয়ে বেশি হামলা
সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে খাইবার পাখতুনে৷ সেই অঞ্চলে মোট ১২৫টি হামলায় ১৪৫ জন নিহত ও ২৪৯ জন আহত হয়৷দ্বিতীয় সর্বোচ্চ ৫০টি হামলা হয় উত্তর ওয়াজিরিস্তানে৷
ছবি: picture-alliance/dpa
সবচেয়ে বেশি মৃত্যু যেখানে
২০১৯ সালে সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ১৭১ জন নিহত হয় বালোচিস্তানে৷
ছবি: DW/I. Ahmad
যেসব স্থানে খেলবে বাংলাদেশ
এ সফরে লাহোরে তিনটি টি-টোয়েন্টি আর রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ৷ লাহোর আর রাওয়ালপিন্ডি পাঞ্জাব প্রদেশে৷২০১৯ সালে মোট ৫টি সন্ত্রাসী হামলা হয়েছে এই প্রদেশে৷সফরের শেষ ধাপে করাচিতে একটি করে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ হবে৷ ২০১৯ সালে এই শহরে হয়েছে ১০টি হামলা৷