1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিরা হারুক, পাকিস্তানও হারুক

২৩ জানুয়ারি ২০২০

পাকিস্তানে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল৷ এখন দুটো কামনা বাংলাদেশের সবার মনে, এক, জঙ্গি হামলার সামান্য আশঙ্কা থাকলে তা-ও দূর হোক, দুই, সব আশঙ্কা আর হিসেব ভুল প্রমাণ করে জিতে ফিরুক মাহমুদুল্লার দল৷

Bangladeschs und Pakistans Cricket team Captains Mahmood Ullaha und Babar Azam
ছবি: DW/T. Saeed

মাহমুদুল্লাহদের নিরাপদ সফর অবশ্য শুধু বাংলাদেশের মানুষেরই একান্ত কাম্য নয়, পাকিস্তান সরকার এবং বিশ্বের সব শান্তিকামী মানুষও তা-ই চান৷

তাই এক্ষেত্রে অশুভ শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, এ কথা বলতেই পারি৷

আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরানোর লড়াইটা শেষ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান এবং তাঁর সরকার যে মরিয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সেকারণে নিরাপত্তার খুব ভালো ব্যবস্থাই নেয়া হয়েছে৷

পাকিস্তানের পুলিশ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, স্টেডিয়ামে থাকবে তিন স্তরের নিরাপত্তা৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন৷

২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ নারী দল এবং শ্রীলঙ্কার টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট দলও পাকিস্তান সফর করছে৷ কোনো সফরে কোনো সমস্যাই হয়নি৷ তিন ধাপে সাজানো বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে সমস্যামুক্ত রাখতেও সব চেষ্টাই করছে পাকিস্তান সরকার৷

আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

তারপরও যেটুকু শঙ্কা থাকবে তা দূরে সরিয়েই খেলতে হবে৷ এটাই পেশাদারিত্ব৷ আগের দলগুলো এই পেশাদারিত্ব দেখাতে পেরেছে, মাহমুদুল্লাহর নেতৃত্বে বর্তমান দলটাও তা পারবে৷

আর এইটুকু পারলে মাঠের খেলাটাও সহজ হয়ে যাবে৷ খেলায় সাফল্যের প্রথম শর্তই তো চাপমুক্ত থাকা৷

২০১৯ সালে একেবারে চাপমুক্ত খেলা খেলেই টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির একটা দল৷

ওই দলের তুলনায় সাকিব, মুশফিকুরবিহীন মাহমুদুল্লাহর দলটা তো যথেষ্ট ভালো৷

এই সিরিজে বাংলাদেশের প্রেরণা হতে পারে ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ৷ ভারতে তিন ম্যাচের সেই সিরিজ ২-১-এ হেরেছিল মাহমুদুল্লাহর দল৷ বিপরীতে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু একেবারে জঘন্য৷ ২০১৯ সালে দশ ম্যাচ খেলে আটটিতেই হেরেছে, জিতেছে মাত্র একটিতে৷ সাফল্যের ধারায় ফিরতে সাতজন নতুনকে নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা৷ ভারতকে ভারতে হারানো সম্ভব হলে পাকিস্তানে এমন দলকে হারাতে পারবে না কেন বাংলাদেশ?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ