কারাগারে থাকা ৫৭৭ জঙ্গিকে তাদের এখনকার সক্রিয়তার ভিত্তিতে আলাদা করা হচ্ছে৷ কারাগারে থেকেও অনেক জঙ্গি উগ্র মতাদর্শের তৎপরতা চালাচ্ছে বলে আইন-শৃঙ্খলা বাহিনির সতর্কতার পর কারাগার কর্তৃপক্ষ এ পরিকল্পনার কথা জানিয়েছে৷
বিজ্ঞাপন
সক্রিয়তার উপর ভিত্তি করে কারাগারে থাকা ৫৭৭ জঙ্গির শ্রেণিবিন্যাসের উদ্যোগ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনি৷ কারাগার কর্তৃপক্ষ বলছে, নিজেদের আদর্শে উদ্বুদ্ধ করতে এ সব জঙ্গিদের কেউ কেউ এখনো পুরোমাত্রায় সক্রিয় রয়েছেন৷
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বাংলাদেশের অনলাইন পত্রিকা ঢাকা ট্রিবিউনকে জানান, বিভিন্ন ঘটনা ও মামলায় গ্রেপ্তার হওয়া জঙ্গিরা কারাগারে থেকেও তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে৷ এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে৷ কারা কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে৷
এ প্রসঙ্গে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ওই পত্রিকাকে বলেন, ‘‘কারাগারে বর্তমানে বিভিন্ন পর্যায়ের ৫৭৭ জঙ্গি বন্দি আছে৷ সংগঠনভিত্তিক বন্দি জঙ্গিদের ক্লাসিফাইড করার চেষ্টা চলছে৷ একইসঙ্গে বেশি র্যাডিকালাইজড জঙ্গিদের কাছ থেকে তুলনামূলক কম র্যাডিকালাইজডদের আলাদা করার কাজও এগিয়ে নিচ্ছি আমরা৷''
আটক জঙ্গিদের উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনতে কারাগার পুলিশ ‘প্রাথমিক পর্যায়ে' রয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাদেরকে জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি৷
ছবিতে ‘অপারেশন টোয়াইলাইট’
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ সেনা অভিযানের বেশ কিছু ছবি প্রকাশ করেছে আইএসপিআর৷ ঐ বাড়িটি থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে৷ ছবিঘরে থাকছে তাদের উদ্ধার অভিযানের কিছু মুহূর্ত৷
ছবি: DW/ISPR
২৩শে মার্চের ঘটনা
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমার শিববাড়িতে ‘আতিয়া মহল’ নামের একটি পাঁচ তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ৷ শনিবার সকালে সেখানে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ‘অপারেশন টোয়াইলাইট’৷
ছবি: Getty Images/AFP
জোড়া বিস্ফোরণ
সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়৷ বিস্ফোরণের শব্দ শুনে অভিযানস্থল থেকে পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে ছুটে যান৷ এরপর ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি৷ জোড়া বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়৷ র্যাবের গোয়েন্দাপ্রধানসহ অন্তত ৫০ জন আহত হন৷
ছবি: Getty Images/AFP
প্যারা কমান্ডোর অভিযান
সবুজ রঙের দেয়াল ঘেরা আতিয়া মহলের দুটি বাড়ি৷ এসব বাড়িতেই জঙ্গি৷ তাদের হাতে জিম্মিদের উদ্ধারে অভিযানে ব্যস্ত সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা৷
ছবি: DW/ISPR
জঙ্গিদের কাছে অস্ত্রশস্ত্র
বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের কাছে ‘স্মল আর্মস’, বিস্ফোরক ও আইইডি আছে বলে জানিয়েছে আইএসপিআর৷ ভবনের বিভিন্ন স্থানে তারা আইইডি পেতে রাখায় পুরো বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে৷ এ কারণে অভিযানে সময় লাগছে বলে জানিয়েছে সেনাবাহিনী৷
শনিবার, অর্থাৎক ২৫শে মার্চ সকালে অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ওই বাড়িতে আটকেপড়া মানুষদের মধ্যে ৭৮ জনকে সেনাবাহিনীর কমান্ডোরা উদ্ধার করে আনেন৷ জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল জানিয়ে সেনা কর্মকর্তারা বলছেন, তাতে তারা পুরোপুরি সফল হয়েছেন৷
ছবি: DW/ISPR
নারীদের উদ্ধার
জঙ্গি আস্তানা থেকে এক নারীকে উদ্ধার করে পাশের বাড়ির ছাদ হয়ে বের করে আনছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা৷
ছবি: DW/ISPR
বৃষ্টির মধ্যেই মুক্তি
বৃষ্টির মধ্যেই জঙ্গি আস্তানা থেকে জিম্মিদের উদ্ধার করে আনলেন সেনা কমান্ডোরা৷
শিশু কোলে এক নারীকে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করে আনছেন সেনা কমান্ডোরা৷
ছবি: DW/ISPR
যে ছবিটি ভাইরাল
জঙ্গি আস্তানায় আটকে পড়েছিল এই শিশুটি৷ তাকে কোলে করে বের করে আনেন এক সেনা কমান্ডো৷ এই ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷
ছবি: DW/ISPR
অনিশ্চয়তা ও উদ্বেগ
জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা ব্যক্তিদের প্রথমে পাশের একটি বাড়িতে রাখা হয়, বিকালে তারা বেরিয়ে আসেন ওই এলাকা থেকে৷ তাদের চোখে মুখে অনিশ্চয়তা ও উদ্বেগের চিহ্ন৷
ছবি: DW/ISPR
জঙ্গি আস্তানা সেনা নিয়ন্ত্রণে
সোমবার সকাল থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণ চলছিল৷ অভিযানের চতুর্থ দিন শেষে পাঁচ তলা ওই আতিয়া মহলে চারজনের লাশ পাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ে সাঁজোয়া যান৷ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে অভিযানের পাঁচটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷
ছবি: DW/ISPR
13 ছবি1 | 13
জঙ্গিরা একটা আদর্শে বিশ্বাস করে৷ সেখান থেকে তাদের সরিয়ে নিতে আমাদের আরও বেশি জানতে হবে৷ ইতিমধ্যে আমাদের ২০ জন কর্মকর্তাকে আমেরিকান দূতাবাসের সহায়তায় ডির্যাডিকালাইজেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷''
এছাড়া সরকারি একটি সংস্থার তত্ত্বাবধানে আরও ২০ জন কারা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হলেও সেগুলো প্রয়োগ করতে সময় লাগবে বলেও জানিয়েছেন ইফতেখার উদ্দিন৷
জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), আনসার আল ইসলাম, হিযবুত তাহরির, হিযবুত তাওহীদ ও হরকাতুল জিহাদ বাংলাদেশসহ (হুজিবি) বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের পাঁচশ'রও বেশি জঙ্গি কারাগারে বন্দি আছে৷
জঙ্গি তৎপরতার জন্য আটকদের অন্য বন্দিদের থেকে আলাদা করে রাখা হয় বলে এর আগে কারা প্রধান ইফতেখার এ বছরের শুরুতে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন৷
তখন তিনি জানিয়েছিলেন, একই সাথে একটি জঙ্গি সংগঠনের সাথে জড়িত কয়েদিদেরও একই ধরনের অন্য সংগঠনের কয়েদিদের থেকে আলাদা রাখা হয়, যাতে তারা কারাগারের ভেতরে বসে নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি না করতে পারে৷
বিভীষিকার ১২ ঘণ্টা
ঢাকার গুলশানের আর্টিজান ক্যাফেতে দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি ঘটনার অবসান হলেও মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না৷ এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত হয়েছে ২০ জিম্মি৷ নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও৷
ছবি: Getty Images/M. H. Opu
ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷
ছবি: picture-alliance/AP Photo
দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম৷
ছবি: Getty Images/M. H. Opu
প্রধানমন্ত্রীর বক্তব্য
কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছ'জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বলেছেন, বাকি কয়েকজনকে হয়তো বাঁচানো যায়নি৷ এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছে বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি৷
ছবি: Reuters
এ যেন দুঃস্বপ্ন
কমান্ডো অভিযানে মুক্ত গুলশানের ক্যাফে থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের ১২ ঘণ্টার ‘দুঃস্বপ্ন’ কাটছে না৷ তাঁদের চোখে মুখে ক্লান্তি ও ভীতির ছাপ৷ তারা বলছিলেন, কয়েকজনের মৃতদেহ দেখেছেন, অনেক জায়গায় রক্তের ছাপ৷
ছবি: picture-alliance/AP Photo
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
তাঁরা বলছেন, জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে৷ সুরা পড়তে পারার পর তাঁদেরকে রাতে খেতেও দেওয়া হয়৷ যাঁরা হিজাব পরা ছিল, তাঁদের বাড়তি খাতির করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das
আইএস-এর দায় স্বীকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে৷ এই জঙ্গি দলের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সব খবরে দাবি করা হয় যে, ‘তাদের’ এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন৷
ছবি: picture-alliance/abaca
কমান্ডো অভিযান
সকাল ৭ টা ৩০ মিনিটে রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়৷ ৮ টা ১৫ মিনিটে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভবনের নিয়ন্ত্রণ ও আতঙ্কের অবসান
৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা৷ গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে৷ ৯ টা ১৫ মিনিটে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়৷
ছবি: Getty Images/M. H. Opu
8 ছবি1 | 8
এইচআই/ডিজি
এই উদ্যোগকে কি আপনি স্বাগত জানাবেন? লিখুন আপনার মন্তব্য, নীচের ঘরে৷