1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি ‘সামলাতে' না পারায় অর্থ বাতিল

২ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের একটি প্যাকেজ সহায়তা তহবিল বাতিল করছে যুক্তরাষ্ট্র৷ পেন্টাগনের অভিযোগ, জঙ্গি সংগঠনগুলোকে নিবৃত্ত করতে পাকিস্তানের সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না৷

Flagge Pakistan und USA
ছবি: Getty Images/AFP/M. Ralston

কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিডিএফ) নামের প্যাকেজ সহায়তা তহবিলটি বাতিলের বিষয়ে শনিবার নিশ্চিত হওয়া গেছে৷ অবশ্য বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল৷ তাদের অভিযোগ, পাকিস্তান ‘মিথ্যা ও প্রতারণার' আশ্রয় নিয়েছে৷
অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলোর বিস্তারকেন্দ্রগুলোতে হামলা চালাতে চাপ দিচ্ছিল৷ শনিবার পেন্টাগন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কোন ফকনার বলেন, ‘‘(যুক্তরাষ্ট্রের) দক্ষিণ এশিয়া কৌশল সমর্থনে পাকিস্তানের সিদ্ধান্তহীনতার কারণে আমরা বাদবাকি ৩০ কোটি মার্কিন ডলার অন্য জরুরি প্রয়োজনে বরাদ্দ করছি৷''
ফকনার অবশ্য জানান যে, সিদ্ধান্তটি চূড়ান্ত হবে কেবল কংগ্রেস একমত হলেই৷
যদিও পাকিস্তান নিজের মাটিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে অনেকবার, ওয়াশিংটনের সন্দেহ পাকিস্তানের মাটি আশ্রয় হিসেবে ব্যবহার করে জঙ্গিরা আফগানিস্তানে হামলা চালাচ্ছে৷ শুধু আশ্রয় নয়, জঙ্গিদের, বিশেষ করে তালেবানকে অর্থ সহায়তাও দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই৷ শুধু আদর্শিক কারণেই নয়, আফগানিস্তানে ভারতের প্রভাব ক্রমাগত বাড়ছে বলেই তার জবাব হিসেবে এমন করছে পাকিস্তান, বলে বিশ্বাস করে ওয়াশিংটন৷
এমনকি তালেবান পাকিস্তানকে ‘সেফ হেভেন' হিসেবে ব্যবহার করছে, এমন পর্যবেক্ষন থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও পাকিস্তানের সেসব সেফ হেভেন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন৷ এছাড়া তাঁর সময়ই অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো দল পাঠিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল৷
শনিবারের ফকনারের বক্তব্য ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের ব্যাপক অবনতিরই ইঙ্গিত দিচ্ছে৷ মার্কিন কংগ্রেস এর আগেই সিডিএফ ফান্ড থেকে ৫০ কোটি ডলার সরিয়ে নিয়েছিল৷ এবার সেখান থেকে আরো ৩০ কোটি সরিয়ে নেয়া হচ্ছে৷
এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও একজন শীর্ষ সেনা কর্মকর্তা জোসেফ ডানফোর্ড এক সপ্তাহ পরই ইসলামাবাদ সফর করছেন৷ সেখানে এ অঞ্চলে জঙ্গিবাদ মোকাবেলায় কীভাবে কাজ করা যায়, তা নিয়েই আলোচনা হবার কথা৷
২০০২ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছে৷ যদিও এর প্রায় ১৪ বিলিয়নই খরচ হয়েছে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে জঙ্গিবাদ দমনে৷

জেডএ/ এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ