1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি ‘সামলাতে' না পারায় অর্থ বাতিল

২ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের একটি প্যাকেজ সহায়তা তহবিল বাতিল করছে যুক্তরাষ্ট্র৷ পেন্টাগনের অভিযোগ, জঙ্গি সংগঠনগুলোকে নিবৃত্ত করতে পাকিস্তানের সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না৷

Flagge Pakistan und USA
ছবি: Getty Images/AFP/M. Ralston

কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিডিএফ) নামের প্যাকেজ সহায়তা তহবিলটি বাতিলের বিষয়ে শনিবার নিশ্চিত হওয়া গেছে৷ অবশ্য বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল৷ তাদের অভিযোগ, পাকিস্তান ‘মিথ্যা ও প্রতারণার' আশ্রয় নিয়েছে৷
অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলোর বিস্তারকেন্দ্রগুলোতে হামলা চালাতে চাপ দিচ্ছিল৷ শনিবার পেন্টাগন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কোন ফকনার বলেন, ‘‘(যুক্তরাষ্ট্রের) দক্ষিণ এশিয়া কৌশল সমর্থনে পাকিস্তানের সিদ্ধান্তহীনতার কারণে আমরা বাদবাকি ৩০ কোটি মার্কিন ডলার অন্য জরুরি প্রয়োজনে বরাদ্দ করছি৷''
ফকনার অবশ্য জানান যে, সিদ্ধান্তটি চূড়ান্ত হবে কেবল কংগ্রেস একমত হলেই৷
যদিও পাকিস্তান নিজের মাটিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে অনেকবার, ওয়াশিংটনের সন্দেহ পাকিস্তানের মাটি আশ্রয় হিসেবে ব্যবহার করে জঙ্গিরা আফগানিস্তানে হামলা চালাচ্ছে৷ শুধু আশ্রয় নয়, জঙ্গিদের, বিশেষ করে তালেবানকে অর্থ সহায়তাও দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই৷ শুধু আদর্শিক কারণেই নয়, আফগানিস্তানে ভারতের প্রভাব ক্রমাগত বাড়ছে বলেই তার জবাব হিসেবে এমন করছে পাকিস্তান, বলে বিশ্বাস করে ওয়াশিংটন৷
এমনকি তালেবান পাকিস্তানকে ‘সেফ হেভেন' হিসেবে ব্যবহার করছে, এমন পর্যবেক্ষন থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও পাকিস্তানের সেসব সেফ হেভেন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন৷ এছাড়া তাঁর সময়ই অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো দল পাঠিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল৷
শনিবারের ফকনারের বক্তব্য ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের ব্যাপক অবনতিরই ইঙ্গিত দিচ্ছে৷ মার্কিন কংগ্রেস এর আগেই সিডিএফ ফান্ড থেকে ৫০ কোটি ডলার সরিয়ে নিয়েছিল৷ এবার সেখান থেকে আরো ৩০ কোটি সরিয়ে নেয়া হচ্ছে৷
এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও একজন শীর্ষ সেনা কর্মকর্তা জোসেফ ডানফোর্ড এক সপ্তাহ পরই ইসলামাবাদ সফর করছেন৷ সেখানে এ অঞ্চলে জঙ্গিবাদ মোকাবেলায় কীভাবে কাজ করা যায়, তা নিয়েই আলোচনা হবার কথা৷
২০০২ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছে৷ যদিও এর প্রায় ১৪ বিলিয়নই খরচ হয়েছে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে জঙ্গিবাদ দমনে৷

জেডএ/ এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ