1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জটিল সংকট, ক্ষমতার ভারসাম্য ও নিরীহ মানুষ

১৫ এপ্রিল ২০১৫

ইয়েমেনের সংকট গোটা অঞ্চলের জটিল পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে দেখা কঠিন৷ জাতিসংঘ ও ইরানের ভূমিকা সহ সে দেশের মানুষের করুন পরিস্থিতি – নানা বিষয় উঠে এসেছে সোশাল মিডিয়ায়৷

Jemen Sanaa Opfer von Bombenangriffen
ছবি: DW/Saeed Alsoofi

সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান উইটেকার ইয়েমেনে ইরানের ভূমিকা প্রসঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর একটি রিপোর্ট তুলে ধরেছেন৷

মানবাধিকার অ্যাক্টিভিস্ট নাসরিন আগাজানি মনে করেন, গোটা অঞ্চলে ইরান অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে৷ এই প্রেক্ষাপটে আরও শক্তিশালী আঞ্চলিক নেতৃত্বের প্রয়োজন আছে কি? – এই প্রশ্ন তুলেছেন তিনি৷

এলেনা সিমিচ ও কনস্টান্টিন নভিকভ-এর মতো অনেকে মনে করেন, জাতিসংঘের প্রস্তাব নয় – একমাত্র আঞ্চলিক স্তরে বোঝাপড়াই ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে পারে৷

আরও বিস্তারিতভাবে আঞ্চলিক শক্তিগুলির ক্ষমতার ভারসাম্যের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আরেক টুইটার ব্যবহারকারী৷ তাঁর মতে, ইরান মাথাচাড়া দিলে যদি সৌদি আরবের ওয়াহাবিদের আধিপত্য নিয়ন্ত্রণ করা যায়, তাতে মন্দ কী?

আন্তর্জাতিক রেড ক্রসের মহাপরিচালক ইভ দাকর ইয়েমেনের নিরীহ মানুষের অবস্থার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷ তাঁর মতে, যাবতীয় ঝুঁকি সত্ত্বেও তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি৷

আরেক টুইটার ব্যবহারকারীও ইয়েমেনের নিরীহ মানুষের অবস্থার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ