1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনগণের পকেট কেটে বিশ্বকাপের অর্থ জোগান?

১২ জুলাই ২০১৮

কর বাড়াও ও পেনশন কমাও – এই নীতিতে এবারের বিশ্বকাপের খরচ সামাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক রাশিয়া৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টটি আয়োজনে খরচের বোঝা তাদের টানতে হবে বেশ কয়েক বছর৷

Rubel Banknote
ছবি: picture-alliance/dpa/E. Ducke

রাশিয়ায় এখন ফুটবল ছাড়া কোনো কথাই নেই৷ শুধু আয়োজক হিসেবেই নয়, বিশ্বকাপে স্বাগতিকদের গতিময় ফুটবলও মন কেড়েছে সবার৷ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ছিটকে পড়লেও রাশিয়ার পারফরম্যান্স ফ্যানদের মাথা উঁচু করেছে

কিন্তু এসব ডামাডোল যে শেষ হবার সময় এসেছে! ১৫ জুলাই শেষ হবে এই মহাসমারোহ৷ বাড়ি ফিরবেন দেশের বাইরের ফুটবল ফ্যানরা৷ তখন আবার শুরু হবে স্বাভাবিক জীবন৷

কিন্তু এর মাঝেই ৯২১ কোটি ইউরোর যে আর্থিক বোঝা চাপছে পুটিন সরকারের মাথায়, তা কিভাবে মোকাবেলা করবেন তারা?

প্রথমত, ২০১৮-তে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এমনিতেই খুব বেশি হবার কথা ছিল না৷ সেখনে তা ২ দশমিক ২ শতাংশ থেকে নেমে এখন ১ দশমিক ৯ ভাগ প্রাক্কলন করা হচ্ছে৷ ২০১৯ সালে প্রবৃদ্ধির গতি আরো শ্লথ হবার শঙ্কা দেখা দিয়েছে৷

 এর একটি কারণ অবশ্য সরকারের মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর ঘোষণা৷ পয়লা জানুয়ারি থেকে দেশটিতে ভ্যাট ১৮ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হচ্ছে৷ সিদ্ধান্তের পরই একটি ঋনাত্মক গতি দেখা গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে৷

এমনকি দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় পর্যন্ত বলছে, এই সিদ্ধান্ত প্রবৃদ্ধির রাশ টেনে ধরবে এবং মূল্যস্ফীতি বাড়াবে৷ এর কারণ, গত চার বছর ধরে বেতনাদিও বাড়ছে না৷ তবে এই সিদ্ধান্তে সরকারি কোষাগারে প্রায় ৬২০ বিলিয়ন রুবল বা ৮৪০ কোটি ইউরো জমা করবে, যা বিশ্বকাপের খরচ (৯২১ কোটি ইউরো)-এর ঘাটতি অনেকটাই মেটাতে সক্ষম হবে৷

এদিকে, পেনশনের ওপর চাপ কমাতে চাকরিতে অবসরের বয়সসীমাও বাড়াতে চলেছে রাশিয়া৷ পুরুষদের ক্ষেত্রে ২০১৯ থেকে ২০২৮ সালের মধ্যে বয়স ৬০ থেকে ৬৫ এবং নারীদের ক্ষেত্রে ২০৩৪ সালের মধ্যে বয়সসীমা ৫৫ থেকে ৬৩ করতে চলেছে তারা৷

রাশিয়ার শ্রমমন্ত্রী ম্যাক্সিম টোপিলিন বলেন যে, এই অর্থ পেনশন সুবিধা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে৷ এখন রাশিয়াতে গড়ে একেকজন মাসে ২০০ ইউরো করে পেনশনের অর্থ পান৷

তবে বয়সসীমা বৃদ্ধি নিয়ে এরই মধ্যে সাধারণের মধ্যে অসন্তোষ দেখা গেছে৷

মিখাইল বুশুয়েভ/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ