1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহিত কামাল

১৮ জুলাই ২০১২

শেষ হয়ে আসছে এবারের বইমেলা৷ আর মাত্র দুটি দিন৷ এবারের মেলায় নতুনদের পাশাপাশি পুরনো অনেক লেখক এসেছেন৷ তাদের বই বিক্রি হচ্ছে প্রচুর৷ একসময় যারা অটোগ্রাফের জন্য লাইন ধরে দাঁড়াতেন আজ তারাই অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন৷

Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
মোহিত কামালছবি: DW

সেরকম একজন লেখক ডা. মোহিত কামাল৷ পেশায় চিকিসক হয়েও তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত৷ নিজের লেখালেখি প্রসঙ্গে তিনি বলেন,‘‘চিকিৎসা পেশার পাশাপাশি লেখালেখিতে আসলাম৷ ছোটবেলায় কচি-কাঁচা করতাম৷ সেখান থেকেই লেখার অভ্যাস৷ স্কুল এবং কলেজ জীবনে বাংলায় আমি সবসময় সর্বোচ্চ নম্বর পেতাম৷ তখন আমার স্কুলের একজন শিক্ষক, আলী আকবর শিক্ষক আমাকে উৎসাহ দেন যে লেখালেখি করলে তুমি ভাল করবে৷ এছাড়া আমার কলেজের আরেকজন শিক্ষক সিরাজউদ্দৌলা স্যারও আমাকে লেখালেখির জন্য অনুপ্রেরণা দিতেন৷''

একুশে বইমেলায় প্রকাশিত কিছু বইছবি: DW

এবারের বই মেলায় কোন বিষয়টি ভাল লেগেছে? এ প্রশ্নের উত্তরে ডা. মোহিত কামাল বলেন যে, মেলার ব্যবস্থাপনা বেশ ভাল৷ বই বিক্রি বেশ হচ্ছে তা বোঝা যাচ্ছে৷ মানুষের মধ্যে শৃংখলাও দেখা যাচ্ছে৷ কোন হৈ-হুল্লোড় নেই৷ সবাই হাসিমুখে স্টল ঘুড়ছে, বই দেখছে, ভাল লাগলে কিনছে৷ আগে দেখা যেত মেলায় মহিলারা বা মেয়েরা আসলে নানা ধরণের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যেত৷ এখন এসব শোনা যায় না৷ এই পরিচ্ছন্নতা বেশ ভাল লাগছে ডা. মোহিত কামালের৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ