1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনমত জরিপে এগিয়ে ওবামা

হাফসা হোসাইন১৫ অক্টোবর ২০০৮

কদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন ম্যাককেইন ও ডেমোক্র্যাট বারাক ওবামা প্রচারণায় মহা ব্যস্ত৷ ভোটার টানতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে চলেছেন দুজনেই৷

ওবামা-ম্যাককেইনছবি: AP

তবে সর্বশেষ জনমত জরিপে এগিয়ে আছেন ওবামা৷ কিন্তু শেষমেষ নির্বাচনে জিতে হোয়াইট হাউজে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাককেইন৷

কুইনিপিয়াক ইউনিভার্সিটি পোলিং ইন্সটিটিউটের চালানো জনমত যাচাইয়ে গুরুত্বপূর্ণ ৪টি অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনের চেয়ে বেশ দীর্ঘ ব্যবধানে এগিয়ে আছেন ওবামা৷ এমনকি প্রথমবারের মতো শেতাঙ্গ ভোটারদের মনও জয় করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত প্রথম এই প্রেসিডেন্ট পদ প্রার্থী৷

কলোরাডো, মিশিগান, মিনেসোটা ও উইসকনসিনের ৪ হাজার ভোটারের উপর অক্টোবরের ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত চালানো হয় এই জরিপ৷ উইসকনসিনে ৫৪ শতাংশ মানুষ রয়েছে ওবামার পক্ষে৷ আর ম্যাককেইনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় ৩৭ শতাংশ ভোটার৷ মিশিগানে এই অনুপাত ৫৪: ৩৮৷ কলোরাডোতে ৫২ শতাংশ মানুষ ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে৷ রিপাবলিকান প্রার্থীকে চায় ৪৩ শতাংশ ভোটার৷ মিনেসোটাতে ওবামা-ম্যাককেইনের সমর্থক যথাক্রমে ৫১ ও ৪০ শতাংশ৷

আর এই ৪টি অঙ্গরাজ্যের শেতাঙ্গ ভোটারদের অধিকাংশই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করছে ওবামাকেই৷ এছাড়া প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ৪টি নির্বাচনী কাউন্টিতেও এগিয়ে আছেন ওবামা৷

বলা হচ্ছে, নির্বাচনী প্রচারণায় ওবামার অর্থনৈতিক পরিকল্পনার কৌশলটি ভোটারদের আকৃষ্ট করেছে বেশি৷ কারো কারো মতে, সরাসরি টেলিভিশন বিতর্কে ম্যাককেইনের চেয়ে ভাল পারফর্মেন্সই এগিয়ে নিয়েছে ওবামাকে৷ বুধবার তৃতীয় ও শেষ দফায় টিভি বিতর্কে নামবেন ওবামা-ম্যাককেইন৷

তবে জনমত যাচাইয়ে ওবামার এগিয়ে থাকাকে ক্ষণস্থায়ী চিত্র বলেই মনে করছেন রিপাবলিকান ম্যাককেইন৷ মনোবল আরো শক্ত করেছেন সাবেক এই ভিয়েতনাম যোদ্ধা৷ তাঁর কথা, তিন পুরুষ ধরেই সামরিক বাহিনীতে রয়েছেন তাঁরা৷ তাই বংশ পরম্পরায় তিনি অ্যামেরিকাকে ভালোবেসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শিক্ষাই পেয়েছেন৷ তবে নির্বাচনী প্রচারণায় এক রিপাবলিকান ওবামাকে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করায় তীব্র সমালোচনার মুখে কিছুটা বেকায়দায় রয়েছেন ম্যাককেইন৷ সেই প্রতিক্রিয়ার ঝাঁজ কমাতে বেশ সচেতনভাবেই বাক্য তীর ছুঁড়ছেন ওবামার দিকে৷ তবে দেশকে নেতৃত্ব দেয়ার মতো যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা ওবামার নেই বলে মনে করেন ম্যাককেইন৷

এদিকে বিশ্ব অর্থনীতির চলমান মন্দাবস্থার মধ্যে ওবামার প্রচারণায় প্রাধান্য পাচ্ছে মার্কিন অর্থনীতি৷ মধ্যবিত্ত শ্রেণীর দিকেই তাঁর মনোযোগ বেশি৷ জ্বালানী সংকট মেটাতে রিপাবলিকানদের স্লোগান যেখানে ড্রিল বেবি ড্রিল, সেখানে ওবামার পক্ষে প্রচারণায় বেকার সমস্যার সমাধানে সিনেটর হিলারি ক্লিনটনের নতুন স্লোগান, জবস বেবি জবস৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ