1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি নিয়ে মুখোমুখি সরকার, বায়রা

১৯ সেপ্টেম্বর ২০১২

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা৷

ছবি: dapd

সংস্থার নেতারা বলেছেন, তাঁদেরকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে না দিলে তাঁরা বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি বন্ধ করে দেবেন৷ আর তাঁদের ‘দালাল' বলায় তাঁরা প্রবাসী কল্যাণমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন৷

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জন্য সেদেশের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ৷ আর এবার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা হবে সরকারি উদ্যোগে৷ চুক্তি সইয়ের সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছিলেন, ‘দালালরা' যাতে হয়রানি করতে না পারে সেজন্যই এই উদ্যোগ৷ কিন্তু তা মানতে রাজি নন বায়রার সদস্যরা৷ সংস্থার সভাপতি শাহজালাল মজুমদার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁদের যদি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ দেয়া না হয় তাহলে তাঁরা বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি বন্ধ করে দেবেন৷

বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এসব প্রবাসী শ্রমিকছবি: dapd

তিনি জানান, সরকারের চেয়ে বায়রাই মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জন্য বেশি কাজ করেছে৷ আর এখন সুযোগ আসায় তাঁদের বঞ্চিত করে দালাল বলা হচ্ছে৷ তিনি বলেন, তাঁদের সুযোগ না দিলে ১,২০০ রিক্রুটিং এজেন্ট পথে বসে যাবেন৷

বায়রা'র মহাসচিব আলি হায়দার চৌধুরী দাবি করেন, তাঁদের মাধ্যমে নয়, বরং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিদেশে লোক গিয়ে প্রতারণার শিকার হয়েছেন৷ তাঁরা এখন মানবেতর জীবনযাপন করছেন৷

তাঁর মতে, মালয়েশিয়ায় যেতে কত খরচ হবে তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন৷ যদি নিয়োগকারী প্রতিষ্ঠান সব খরচ বহন করে তাহলে ২০,০০০ টাকার বেশি লাগার কথা নয়৷

তবে মালয়েশিয়ায় যেতে আগে একজনের তিন লক্ষ টাকা লাগতো কেন তার কোন সদুত্তর দিতে পারেননি বায়রার নেতারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ