1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

২২ মে ২০১২

নানা সমস্যার কারণে কমে গেছে জনশক্তি রপ্তানি৷ বিশেষজ্ঞদের মতে, অভিবাসী দেশগুলোর সমস্যা মোকাবিলায় গন্তব্য দেশেরও রয়েছে সমান দায়িত্ব৷

ছবি: dapd

তাদের মতে, এসব সমস্যা মোকাবিলা করতে জনশক্তি রপ্তানি করা দেশগুলোর বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে উদ্যোগ নেয়া প্রয়োজন৷

অন্যতম প্রধান জনশক্তি রপ্তানিকারক দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে নানা সমস্যার কারণে কমে গেছে জনশক্তি রপ্তানি৷ এমনকি পাসপোর্টে ত্রুটি থাকার অভিযোগ দেখিয়ে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে জনশক্তি ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে৷ সম্প্রতি দেশে ফিরে বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক৷ কিন্তু তাদের সমস্যা দেখার যেন কেউ নেই৷

জনশক্তি রপ্তানি খাতে প্রায়ই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের মত জনশক্তি রপ্তানিকারক দেশগুলোকে৷ বিশেষজ্ঞদের মতে অভিবাসী দেশগুলোর এ ধরণের সমস্যা মোকাবিলায় গন্তব্য দেশেরও রয়েছে সমান দায়িত্ব৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সংক্ষেপে আইওএম এর বাংলাদেশের প্রধান রাবাব ফাতেমার মতে, পুরো প্রক্রিয়া যদি কাভার করা যায় তাহলে এ ধরনের সমস্যা অনেক কমে আসবে৷ এ বিষয়ে প্রক্রিয়াগত কিছু সমস্যার কথা তুলে ধরেন তিনি৷

কিন্তু বর্তমান সময়ে প্রায়ই দেখা যায় শ্রমিকদের তৈরি করা কিছু সমস্যা কিংবা গন্তব্য দেশের কিছু নিয়ম নীতির কারণে সমস্যায় পড়েন অভিবাসী শ্রমিকরা৷ আর এসব সমস্যা মোকাবিলা করতে জনশক্তি রপ্তানি করা দেশগুলোর বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ এই সেক্টর নিয়ে কাজ করা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান রামরুর প্রধান তাসনিম সিদ্দিকী বলেন, বিভিন্ন ফোরামগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অনেক বেশি ফল পাওয়া যাবে৷

তবে এই বিশেষজ্ঞের মতে, গন্তব্য দেশগুলো ছোট ছোট কিছু সমস্যার সমাধান দিলেও রপ্তানিকারক দেশগুলোর ওপর চাপ প্রয়োগের প্রবণতায় থাকে বেশী৷ তাই রেমিটেন্সের প্রধান খাত জনশক্তি রপ্তানি সেক্টরের দিকে সরকারের বিশেষ নজর দেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন এই বিশেষজ্ঞ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ