1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ এপ্রিল ২০১৩

জনশক্তি রপ্তানি নিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসরকারিভাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা মুখোমুখি অবস্থান নিয়েছে৷ বায়রা’র সদস্যরা অনির্দিষ্টকালের জন্য জনশক্তি রপ্তানির কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেছেন৷

Refugees from Bangladesh show their passports after crossing the Libya-Tunisia border in Ras Ajdir, Tunisia, Wednesday, March 2, 2011. U.N. refugee agency spokeswoman Melissa Fleming said Tuesday "the situation is reaching crisis point" at the Libya-Tunisia border where authorities say up to 75,000 people have fled Libya since Feb. 20. (Foto:Giorgos Moutafis/AP/dapd)
ছবি: dapd

মালয়েশিয়ায় নতুন করে জনশক্তি রপ্তানি নিয়েই বিরোধের শুরু৷ বেশ কয়েক বছর সে দেশে জনশক্তি রপ্তানি বন্ধ থাকার পর আবার নিষেধাজ্ঞা উঠে গেলে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারি উদ্যোগে সেখানে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করে৷ অভিযোগ, বেসরকারি পর্যায়ে প্রতারণা এবং অতিরিক্ত অর্থ আদায়ের কারণে বিদেশে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তেমনি সাধারণ মানুষও বিদেশে যেতে ভিটেমাটি বিক্রি করে সর্বস্বান্ত হয়৷

মালয়েশিয়ায় নতুন করে জনশক্তি রপ্তানি নিয়েই বিরোধের শুরু (ফাইল ফটো)ছবি: dapd

কিন্তু বায়রা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল৷ তাদের কথা, এ পর্যন্ত বিদেশে যত শ্রমিক গেছে, তার ৯৯ ভাগই গেছে তাদের মাধ্যমে৷ সরকারের প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে গেছে শতকরা মাত্র ১ ভাগ৷ তাদের এই অবদানের স্বীকৃতি না দিয়ে তাদের উল্টো অপবাদ দেয়া হচ্ছে৷ আর মালয়েশিয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারেও তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি৷

মালয়েশিয়ায় প্রথমবার শ্রমিক যাওয়ার কথা ছিল ২৭শে মার্চ৷ কিন্তু তা সম্ভব হয়নি৷ বায়রার মহাসচিব জুলফিকার হায়দার চৌধুরী ডয়চে ভেলেকে জানান, তাঁরা আগেই বলেছিলেন তাঁদের ছাড়া মালয়েশিয়ায় বিপুল পরিমাণ জনশক্তি পাঠান সম্ভব নয়৷ কারণ সরকারের সেই লোকবল এবং সুবিধা নেই৷ তিনি বলেন, সর্বশেষ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানোর নিবন্ধন শুরু হলেও তাদের কাজে লাগানো হচ্ছেনা৷ তাই তাঁরা সোমবার থেকে বিদেশে শ্রমিক পাঠানোর সব ধরনের কাজ বন্ধ রেখেছেন৷ তাঁদের ১,২০০ রিক্রুটিং এজেন্ট তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনশক্তি রপ্তানির কাজ করবেন না৷ বেসরকারি খাতকে যেহেতু সরকারের প্রয়োজন নেই তাই সরকার একাই করুক৷ মহাসচিবের দাবি, সরকার কতটুকু সফল হবে তা দেখা যাবে৷ এরই মধ্যে তারা মালয়েশিয়ায় নির্ধারিত সময়ে লোক পাঠাতে ব্যর্থ হয়েছে৷

জবাবে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বায়রার কিছু সদস্যের কারণেই অতীতে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে৷ তারা অতিরিক্ত অর্থ আদায় করেছে৷ এ কারণে মালয়েশিয়ার সরকারই আর বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে লোক নিতে আগ্রহী নয়৷ আর সেজন্যই সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে লোক পাঠান হচ্ছে৷ তিনি বলেন, মালয়েশিয়ায় লোক পাঠাতে সরকার ব্যর্থ হয়েছে, এ দাবি সঠিক নয়৷ ২৭শে মার্চ লোক পাঠান যায়নি তবে চলতি মাসেই পাঠান যাবে৷

তিনি দাবি করেন, ধর্মঘট ডেকে বায়রা ভাঁওতাবাজি করছে৷ তারা বেশি পয়সা নিয়ে লোক পাঠানোর সুযোগ না পেয়ে এখন এসব করছে ৷ মন্ত্রী দাবি করেন, এতে বিদেশে শ্রমিক পাঠানোয় কোন নেতিবাচক প্রভাব পড়বেনা৷

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় খাত হল প্রবাসীদের পাঠানো অর্থ৷ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করেন৷ গত বছর তারা ১৪.২ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি মুদ্রা পাঠিয়েছেন৷ আর এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮.৫ মিলিয়ন শ্রমিক গেছেন বিদেশে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ