1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ছাড়িয়ে যাবে চীনকে

১৮ জুন ২০১৩

জনসংখ্যা না বাড়লেও সমস্যা৷ এমন দেশের দুর্ভাবনা তবু কম৷ তবে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে সমস্যা অনেক বেশি৷ জাতিসংঘের প্রতিবেদন বলছে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৯৬০ কোটি!

ছবি: picture-alliance/dpa

আইসল্যান্ড ছাড়া ইউরোপের বাকি সব দেশ আর এশিয়ার ১৯, অ্যামেরিকা মহাদেশের ১৭, আফ্রিকার ২ এবং ওশেনিয়ার ১টি দেশের অবশ্য এ নিয়ে কোনো চিন্তা নেই৷ এই দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এত কম যে তারা বরং বেশি করে মানবশিশু জন্ম নিলেই বর্তে যায়৷ মুশকিল বেশি এশিয়া আর আফ্রিকার বাকি দেশগুলোর জন্য৷ এসব দেশের কারণেই মূলত ৭২০ কোটি মানুষের এই বিশ্বে ২০২৫ সালেই জনসংখ্যা হবে ৯৬০ কোটি৷

২০২৮ সালের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত৷ ওই সময়ের মধ্যে ভারত হয়ে যেতে পারে ১৪৫ কোটি মানুষের দেশ৷ অন্যদিকে কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে বৃদ্ধির হার কিছুটা কমবে বলে প্রতিযোগিতায় অনেক জায়গায় এগোলেও এখানে পিছিয়ে পড়তে পারে, এগিয়ে যেতে পারে ভারত৷ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের জন্য আশার কথা, ১৬০ কোটি হবার পর সেখানে জনসংখ্যা নাকি আবার কিছুটা কমতে কমতে ২১০০ সাল নাগাদ ১৫০ কোটিতে নেমে আসবে৷ চীনে কমবে আরো দ্রুত হারে৷ বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশ করা বিশ্বের জনসংখ্যা তথ্যানুসন্ধান বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এক সন্তান নীতি অবলম্বন করে জনসংখ্যা বৃদ্ধি রোধে মরিয়া এ দেশটিতে ২০৩০ সালের পর থেকে কিছুটা অস্বাভাবিক হারে কমবে এবং তার ফলে ২১০০ সালে এই চীনেরই জনসংখ্যা হবে ১১০ কোটি!

তাই বলে বিশ্বের জনসংখ্যা কমবে না৷ বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার কিছু দেশের অবদানে ২১০০ সালে নাকি বিশ্বের জনসংখ্যা হবে ১০৯০ কোটি!

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ