1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসংখ্যা বাড়াতে মন্ত্রণালয়

৩১ আগস্ট ২০১২

সিঙ্গাপুরের তরুণ তরুণীরা বিয়ে করতে, সন্তান নিতে অপারগ৷ ফলে বেশ চিন্তিত সরকার৷ সমস্যার সমাধানে মন্ত্রণালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ নভেম্বর থেকে কাজ শুরু করবে এই কর্তৃপক্ষ৷

ছবি: AFP/Getty Images

‘‘আমি আমার সমস্ত শক্তি ক্ষয় করে লেখাপড়া শিখে ভাল একটা চাকরিতে ঢুকেছি৷ দামি জুতা আর হাতব্যাগ কেনা আমার শখ৷ সন্তান থাকলে সেই শখ পূরণ সম্ভব নয়,'' মন্তব্যটা ৩২ বছর বয়েসি সিঙ্গাপুরীয় তরুণী মেরি চ্যান'এর৷

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সিঙ্গাপুরে ৩০ থেকে ৩৪ বছর বয়েসি তরুণদের ৪৪ শতাংশ এখনো বিয়ে করেনি৷ মেয়েদের মধ্যে এই হার ৩১ শতাংশ৷

তরুণদের মধ্যে বিবাহ নিয়ে এই অনাগ্রহতায় বেশ চিন্তিত সরকার৷ কেননা এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশটিতে সিঙ্গাপুরীয় নাগরিকের সংখ্যা কমে, বেড়ে যাবে অভিবাসীর সংখ্যা৷ এই ধরনটা অবশ্য এখনই শুরু হয়ে গেছে৷ কেননা ২০০০ সালে সিঙ্গাপুরের জনসংখ্যা ছিল প্রায় ৪০ লক্ষ৷ গত বছর সেই সংখ্যাটা দাঁড়ায় ৫২ লক্ষে৷ কিন্তু এই যে সংখ্যাবৃদ্ধি সেটা হয়েছে অভিবাসীদের কারণে৷

অবস্থা সামাল দিতে নভেম্বর থেকে কাজ শুরু করবে নবগঠিত ‘সামাজিক ও পরিবার উন্নয়ন' মন্ত্রণালয়৷

এই যে সমস্যা তার কথা কিন্তু শোনা যাচ্ছে অনেক দিন ধরেই৷ ফলে তরুণরা যেন বিয়ে করতে এবং সন্তান নিতে আগ্রহী হয় সেজন্য সরকারের পক্ষ থেকে আগেও চেষ্টা করা হয়েছে৷ যেমন ঘটক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা, মাতৃকালীন ছুটির সময়সীমা বৃদ্ধি, সন্তান নেয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি৷ কোনো দম্পতি যদি প্রথম সন্তান নেয় তাহলে বোনাস হিসেবে তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত দেয়া হয়৷ পরবর্তীতে আবারও সন্তান নিলে আবারও বোনাস দেয় সরকার৷

কিন্তু এসব সুযোগ সুবিধার পরও কেন তরুণরা আগ্রহী হচ্ছে না তার কারণ খুঁজতে এখন ব্যস্ত সরকার৷ তবে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক তান এরন্ সের মনে করেন, বর্তমান যুগে সন্তান লালন-পালন বেশ ব্যয়বহুল একটা ব্যাপার হয়ে উঠেছে৷ ফলে তরুণরা সেদিকে আগ্রহী হচ্ছে না৷

অধ্যাপকের এই মন্তব্যের সমর্থন পাওয়া যায় দুই সন্তানের মা জেনেভিভে লি'র কথায়৷ তিনি বলছেন, এই যুগে টিকে থাকতে হলে সন্তানদের সেরা করে গড়ে তোলাটা জরুরি৷ ফলে তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়, যেটা ব্যয়বহুল৷

জেডএইচ / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ