1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. রাগিব হাসানের সাক্ষাৎকার

আরাফাতুল ইসলাম৯ আগস্ট ২০১৪

বাংলাদেশের অন্ধ শিশুদের জন্য ফেসবুক ভিত্তিক প্রকল্প ‘বাংলাব্রেইল’৷ ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড জয়ী এই প্রকল্প নিয়ে আগ্রহের শেষ নেই অনেকের৷ এই বিষয়ে আমরা কথা বলেছি ড. রাগিব হাসান এর সঙ্গে যিনি প্রকল্পের সমন্বয়ক৷

GMF Global Media Forum 2014 Bobs Award Winner Best Innovation Ragib Hasan
ছবি: DW/M. Müller

ড. রাগিব হাসান এর সাক্ষাৎকার

04:58

This browser does not support the video element.

দ্য বব্স পুরস্কার নিতে রাগিব হাসান জার্মানিতে হাজির হন জুন মাসের শেষ সপ্তাহে৷ ৩০শে জুন ২০১৪ গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার গ্রহণ করেন তিনি৷ সেসময় ডয়চে ভেলেকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে রাগিব জানান, ‘‘দ্য বব্স পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাবো, এটাই আমাদের আশা৷''

তিনি বলেন, ‘‘পাশাপাশি আমাদের তৈরি করা বইগুলোকে আরো অনেক দৃষ্টিহীন শিশুদের কাছে পৌছে দিতে পারবো৷ সর্বোপরি এই গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি জনসচেতনতা সৃষ্টিতে এই পুরস্কারটি বিশাল ভূমিকা রাখবে৷''

বাংলাব্রেইল প্রকল্প বর্তমান ইন্টারনেট যুগের চর্চা ‘ক্রাউডসোর্সিং'-এর চমৎকার উদাহরণ৷ ডয়চে ভেলেকে দেয়া একাধিক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেছেন রাগিব৷ তিনি বলেন, ‘‘দৃষ্টিহীন শিশুদের জন্য হাজারো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে সবসময় প্রস্তুত আছেন আর ক্রাউডসোর্সিং-এর মাধ্যমে সামাজিক অনেক সমস্যাকে সমাধান করা সম্ভব, বাংলাব্রেইল প্রজেক্টটি এরই প্রমাণ৷

রাগিব হাসান দ্য বব্স পুরস্কার উৎসর্গ করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম-এর সহকারী অধ্যাপক বাংলা অনলাইন জগতের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত৷ বাংলাব্রেইল ছাড়াও তাঁর রয়েছে শিক্ষক ডটকম নামক আরেকটি প্রকল্প৷

বাংলাদেশের ক্ষেত্রে ই-শিক্ষার ভূমিকা সম্পর্কে রাগিব বলেন, ‘‘আমাদের দেশে প্রচুর শিক্ষার্থী রয়েছেন, যাঁরা চাইলেই তাঁদের পছন্দমতো পড়তে পারেন না৷ আবার গ্রামাঞ্চলে বিজ্ঞান এবং গণিত শেখাবার ভালো শিক্ষকেরও অভাব রয়েছে৷''

আর এই অভাব পূরণের চেষ্টা করছে শিক্ষক ডটকম, জানান রাগিব৷ ওয়েবসাইটটির জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালি শিক্ষক, গবেষকরা কন্টেন্ট তৈরি করছেন৷ যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে শিক্ষা দিচ্ছেন৷ বাংলাব্রেইলের মতো এটির ব্যবহারও সম্পূর্ণ ফ্রি৷

উল্লেখ্য, ২০১৪ সালের দ্য বব্স প্রতিযোগিতার ‘সেরা উদ্ভাবন' বিভাগে জুরি এবং ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড জয় করেছে ‘বাংলাব্রেইল' প্রকল্প৷ এটি এমন একটি অনলাইন উদ্যোগ, যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘ব্রেইল' বইয়ের ডিজিটাল সংস্করণ এবং অডিও বই তৈরি করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ