বরিস জনসনের চারজন প্রবীণ সহকর্মী ইস্তফা দিলেন। ফলে আরো চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
পার্টিগেট নিয়ে বরিস জনসন এমনিতেই প্রবল চাপে আছেন। দলের অন্দরে ও বাইরে তার ইস্তফার দাবি উঠেছে। এই অবস্থায় তার চিফ অফ স্টাফ-সহ চারজন সহকারী বৃহস্পতিবার পদত্যাগ করেছন। প্রথমে জনসনের ডিরেক্টর অফ কমিউনিকেশন জ্যাক ডয়েল, পলিসি প্রধান মুনিরা মির্জা, প্রথমে ইস্তফা দেন। এরপর পদত্যাগ করেন চিফ অফ স্টাফ ড্যান রসেনফিল্ড। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডসও ইস্তফা দিয়েছেন।
জনসন তাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তারা করোনাকালে যে কাজ করেছেন, সরকার ও ১০ ডাউনিং স্ট্রিটকে যেভাবে সাহায্য করেছেন, তাতে তিনি কৃতজ্ঞ।
করোনাকালে বিধি ভেঙে জনসন প্রচুর পার্টি করেছেন বলে অভিযোগ। প্রশাসনিক তদন্তেও দেখা গেছে, জনসন পার্টি করেছেন। তারপরই এই চার সহযোগী ইস্তফা দিলেন।
জনসনের উপর চাপ বাড়ছে
বরিস জনসনের কনসারভেটিভ পার্টির বেশ কিছু সদস্য চান, প্রধানমন্ত্রী ইস্তফা দিন।
রাজনীতিবিদদের পোষা প্রাণী
রাজনীতিবিদদের কেউ ক্লান্তি থেকে মুক্তি পেতে, কেউ শখ করে আর কেউবা রাজনৈতিক সুবিধা পেতে প্রাণী পুষে থাকেন৷ ছবিঘরে এমনই কয়েকজন নেতার কথা থাকছে৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
বরিস জনসনের ডিলিন
ল্যারি নামে একটি বিড়ালের মালিক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর পার্টনার ক্যারি সাইমন্ডস৷ সম্প্রতি ল্যারির সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যোগ দিয়েছে ডিলিন (ছবি) নামের ১৫ সপ্তাহ বয়সি এই বাচ্চা কুকুর৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
ভ্লাদিমির পুটিনের ভার্নি
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট বার্ডিমুখামেদভ ২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে ভার্নি নামের এই বাচ্চা কুকুরটি উপহার দেন৷ কুকুরের প্রতি পুটিনের ভালোবাসার কথা সবাই জানেন৷ তবে মেরু ভল্লুক থেকে শুরু করে সাইবেরিয়ান বাঘের সঙ্গেও তাঁকে দেখা গেছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. Druzhinin
পুটিনের আরেক কুকুর কনি
২০০৭ সালে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময় পোষা কুকুর কনিকে ছেড়ে রেখেছিলেন পুটিন৷ ম্যার্কেলকে তিনি বলেছিলেন, ‘‘ও (কনি) আপনাকে বিরক্ত করছে না, করছে কি? ও ফ্রেন্ডলি কুকুর৷ আমি নিশ্চিত সে ভালো ব্যবহার করবে৷’’ পুটিন হয়ত জানেন না, ১৯৯৫ সালে ম্যার্কেলকে একটি কুকুর কামড়িয়েছিল৷ সেই থেকে কুকুর ভয় পান জার্মান চ্যান্সেলর৷
ছবি: picture-alliance/dpa/epa/S. Chirikov
বারাক ওবামার বো
ওবামা পরিবারের কুকুর এটি৷ তার কাজকর্ম প্রায়ই গণমাধ্যমের নজর ওবামার দিক থেকে তার দিকে সরিয়ে নিত৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
জর্জ ডাব্লিউ বুশের বার্নি
হোয়াইট হাউসের ওয়েবসাইটে বার্নিকে নিয়ে আলাদা একটি পাতা ছিল৷ হোয়াইট হাউসের লনে বার্নির দৌড়ে বেড়ানোর ছবি মার্কিন মিডিয়ায় প্রায়ই প্রকাশিত হতো৷
ছবি: picture-alliance/AP Photo/J. Larson
গেয়ারহার্ড শ্র্যোয়েডারের হোলি
জার্মানির সাবেক চ্যান্সেলর শ্র্যোয়েডারের শিকারি কুকুর হোলি৷ ২০০৩ সালের এই ছবিতে হোলিকে শ্র্যোয়েডার ও তাঁর তখনকার স্ত্রী ডোরিস শ্র্যোয়েডার-ক্যোপ্ফের সঙ্গে দেখা যাচ্ছে৷ হোলিকে ‘ফার্স্ট ডগ’ নামে ডাকা হতো৷ ২০১৭ সালে ক্যানসারে হোলির মৃত্যু হয়৷ ডোরিস সেই খবর ফেসবুকে জানিয়েছিলেন৷
ছবি: picture-alliance/dpa
এমানুয়েল মাক্রোঁর নিমো
জুলভার্নের ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’ বইয়ের একজন ভক্ত মাক্রোঁ৷ সেই বইয়ের একটি চরিত্র ক্যাপ্টেন নিমো৷ তাইতো প্রিয় কুকুরের নাম রেখেছেন এই নামে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Jocard
7 ছবি1 | 7
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ১৭ জন কনসারভেটিভ এমপি জনসনের বিরুদ্ধে দলের কাছে অনাস্থার চিঠি দিয়েছেন। ৫৪ জন এমপি এই রকম চিঠি দিলে দলে নেতৃত্ব নিয়ে ভোটাভুটি হবে।
বিরোধী লেবার পার্টি ইতিমধ্যেই পার্লামেন্টে জনসনের ইস্তফা দাবি করেছে।
জনসনের পার্টি নিয়ে এখন লন্ডনের মেট্রোপলিটান পুলিশ তদন্ত করে দেখছে।
কেন সহকারীদের ইস্তফা?
দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে চিফ অফ স্টাফ রসেনফিল্ড ইস্তফা দিলেন। ডয়েল ও রেনল্ডের নাম পার্টিগেটে উঠেছে। রেনল্ডসই ২০২০ সালের মে মাসে ই-মেল পাঠিয়ে 'নিজের মদ নিজে আনো' পার্টির আমন্ত্রণ জানিয়েছিলেন। পুলিশ যে সব পার্টি নিয়ে তদন্ত করছে, তার মধ্যে একটিতে ডয়েল যোগ দিয়েছিলেন।