1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরদেরও ঈর্ষা আছে!

১৩ আগস্ট ২০১৪

‘‘বাবা দিদিকে যে জামাটা দিলেন ওটা বেশি সন্দুর, আমারটা পচা, ঐ জামাটা আমার চাই’’ – এ ধরনের ঈর্ষা প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়৷ কিন্তু এটা তো গেল ছোটদের কথা৷ বড়দের মধ্যেও কখনও বড় রকমের ঈর্ষা দেখা যায়৷ আর প্রাণীদের মধ্যে?

Pardise animals shelter
ছবি: Pardise animals shelter

কর্মক্ষেত্রে, খেলার মাঠে, অভিনয় জগতে – সব জায়গাতেই মানুষের মধ্যে ঈর্ষা কাজ করে৷ কিন্তু প্রাণীদেরও কি প্রভুর আদরের জন্য ঈর্ষা হয়? গবেষকরা কিন্তু বলছেন, হ্যাঁ কুকুরদের হয়৷ মার্কিন গবেষকরা নতুন গবেষণায় যেসব তথ্য পেয়েছেন, কুকুর মালিকরা তাতে বিস্মিত হয়েছেন৷ বিজ্ঞানীরা বলছেন, এই ঈর্ষা প্রবণতা কুকুরের জন্মগত, অর্থাৎ আদিম৷

মানুষের এই পরম বন্ধুটির মধ্যেও যে চরম ঈর্ষা রয়েছে তা নিয়ে একটি প্রকল্প তৈরি করেন দুই বিজ্ঞানী৷ সান ডিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ক্রিস্টিন হ্যারিস এবং ক্যারোলিন প্রভোস্ট ৩৬টি কুকুর নিয়ে গবেষণা করেন৷ কুকুরদের আচার আচরণ ভিডিওতে ধারণ করেন তাঁরা৷ বিভিন্ন পরিস্থিতিতে মালিকের সাথে কুকুরের আচরণ ভিডিও করা হয়৷

পরীক্ষাটিতে একটি স্টাফড কুকুর ব্যবহার করা হয়, যেটা দেখতে অবিকল সত্যিকারের কুকুরের মতো এবং হঠাৎ হঠাৎ ঘেউ ঘেউ করে ওঠে৷ এর নাম দেয়া হয়েছে ‘জ্যাক ও ল্যানটার্ন'৷ এই কুকুরটিকে আদর করেন কুকুরের মালিকরা৷ খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন নকল কুকুরের সাথে৷ আর সামনে থাকে আসল কুকুরটা, যে দেখে তাকে উপেক্ষা করা হচ্ছে৷ আর এই উপেক্ষার কারণ নকল কুকুরটি৷

পরীক্ষায় দেখা গেছে কুকুরের মালিকরা যখন নকল কুকুরটির প্রতি বেশি মনোযোগ দেন, তখন ৭৮ ভাগ ক্ষেত্রে কুকুরটি তার মালিকের জামা টেনে বা হাত চেটে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে৷ ২২ ভাগ ক্ষেত্রে নকল কুকুরটির উপর ক্রোধের সাথে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি৷

গবেষণার ফলাফলে বলা হয়েছে, পরীক্ষা থেকে দেখা গিয়েছে কুকুরগুলি কেবল তার প্রভুর মনোযোগ আকর্ষণের চেষ্টাই করছে না৷ বরং যে নকল কুকুরটির প্রতি প্রভু ভালোবাসা দেখাচ্ছে তাকেও আক্রমণ করছে৷ এর থেকেই গবেষকরা এই উপসংহারে পৌঁছেছেন যে, ‘কুকুরেও ঈর্ষা আছে'৷

এপিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ