বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কেমন মন্তব্য বিনিময় হতে পারে তার একটা ধারণা দেয়ার চেষ্টা করেছেন রিজভী খান রাজ৷ মজার ব্যাপার হলো, এই ব্লগার নিজে কিন্তু জার্মান দলের সমর্থক৷
বিজ্ঞাপন
সামহয়্যার ইন ব্লগে লেখা রাজের এ বিষয়ক পোস্টের শিরোনাম ‘আগত ফুটবল বিশ্বকাপ এবং কিছু ব্যবহারিক তর্কালাপ!' তাঁর আরেকটি কাল্পনিক মন্তব্য এরকম – ‘‘মেসি যতবার গোল করছে, তোগো নেইমার সারাজীবনে ততবার বলেই কিক করতে পারে নাই৷''
ব্লগার রাজের মতো আরও অনেকেরই এখনকার ব্লগ পোস্টের বিষয় হচ্ছে বিশ্বকাপ৷ তাই সামহয়্যার ইন ব্লগ ‘ফুটবল বিশ্বকাপ ২০১৪' শিরোনামে একটি বিষয়ভিত্তিক ব্লগের পাতা খুলেছে৷ সেখানে বিশ্বকাপ নিয়ে সব ব্লগ একসঙ্গে পড়া যাচ্ছে৷ যেমন শাহ আজিজের ব্লগ পোস্ট ‘দর্জিদের পোয়াবারো'৷ তিনি লিখেছেন, ‘‘চারিদিকে বিশ্বকাপের প্রিয় দলের পতাকা সেলাই বেশ জোরসে চলছে৷ যারা পতাকা ফেরি করে বেচে তাদের অর্ডার একদিকে চলছে৷ অন্যদিকে চলছে বিশাল পতাকা তৈরির অর্ডারি কাজ৷''
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
শাহ আজিজ বলেন, ‘‘সামাজিক সাইটগুলোতে এবার দেশপ্রেমের মহড়া চলছে৷ কিছু পণ্ডিতের ধারণা বিদেশি পতাকা উড়বে কেন? এতে দেশটার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে৷ এতকাল বিশ্বকাপে কত পতাকা উড়ল তখন কাউকেই প্রতিবাদ করতে দেখিনি৷ এটা উদ্দেশ্যপ্রণোদিত৷ মানুষকে এতটুকু নিষ্কৃতি দিতে আপনাদের অনীহা কেন? তাদের আনন্দতে....কেন করছেন? মনে রাখবেন আপনি নিজেও একটি ভিনদেশি পরিচালিত ওয়েবসাইটে লাফাচ্ছেন৷ নিজেদের সাইট কই? ওটা বানিয়ে দেশপ্রেমিক হন৷ আসুন খেলা দেখে কিছুদিন টেনশন ফ্রি জীবন কাটাই, আনন্দে ভাসুন, অপরকে ভাসতে দিন৷''
পতাকা উড়ানোর এই বিষয়টি নিয়ে সচলায়তন ব্লগে ইশতিয়াক রউফ লিখেছেন, ‘‘বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনার যত বড় এবং যত সংখ্যক পতাকা উড়ে এবং তৈরি হয়, তার কাছাকাছিও কি বাংলাদেশের খেলার সময় দেখতে পাই? ফুটবল বাদ দিলাম, ক্রিকেট বিশ্বকাপের সময়ও কি দেখতে পাই?''
এদিকে বিশ্বকাপ উপলক্ষ্যে সামহয়্যার ইন ব্লগ ব্যানারের ডিজাইন জমা দিতে ব্লগার বন্ধুদের প্রতি আমন্ত্রণ জানিয়েছে৷ এই ব্লগ কর্তৃপক্ষ তাদের দেয়া নোটিশে লিখেছে, ‘‘প্রাপ্ত ব্যানারগুলো ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং ব্যানারগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে ওয়ার্ল্ড কাপ গ্রুপ ব্লগে৷ প্রতিটি ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে৷''