1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জন ফিলিপ্স-এর ৭৭ তম জন্মবার্ষিকী

Debarati Guha৩০ আগস্ট ২০১২

গত শতাব্দীর ষাটের দশকে রক-পপ সংগীত জগতে বিপুল সাড়া জাগিয়েছিল সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস’৷ এই গোষ্ঠীর প্রধান, প্রতিষ্ঠাতা সদস্য জন ফিলিপ্স-এর ৭৭ তম জন্মবার্ষিকী ৩০শে আগস্ট৷

ছবি: Fotolia/Freesurf

বিখ্যাত মার্কিন সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'এর প্রধান, গীতিকার, সুরকার, বাদকও গায়ক হিসেবে জন ফিলিপ্স সুপরিচিত৷ ৬৫ সালে এই গোষ্ঠীর পরিবেশনায় ‘ক্যালিফোর্নিয়া ড্রিমিন' সংগীতটি তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ আজো চির সবুজ হয়ে আছে এই গান৷

জন এডমন্ড অ্যান্ড্রু ফিলিপ্স-এর জন্ম ১৯৩৫ সালে সাউথ ক্যারোলাইনায়৷ সেখানে তাঁর স্কুলের সহপাঠিদের সাথে লোক সংগীত গোষ্ঠী ‘দ্য স্মুথিস' এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ ১৯৫৩ সালে জর্জ ওয়াশিংটন হাই স্কুল থেকে স্নাতক হন তিনি৷ ৬১ সালে চলে আসেন নিউ ইয়র্কে৷ এখানে স্কট ম্যাককেঞ্জি ও ডিক ওয়াইসম্যানের সাথে গঠন করেন তিন সদস্যের লোক সংগীত গোষ্ঠী ‘দ্য জার্নিম্যান'৷ এ সময়ই বিখ্যাত গ্রিনউইচ ভিলেজে ‘অ্যামেরিকান ফোক মিউজিক রিভাইভ্যাল'-এ তাঁর পরিচয় হয় ডেনি ডোহার্টি ও কেস এলিয়ট এর সাথে৷ ৬৪ সালে ভেঙে যায় ‘দ্য জার্নিম্যান'৷ ৬৫ সালে তাঁর দ্বীতিয় স্ত্রী মিশেল, ডেনি ও কেস' কে নিয়ে জন গঠন করেন সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'৷ এই গোষ্ঠী নিয়েই তিনি জয় করেন বিশ্বব্যাপী বিপুল সাফল্য ও জনপ্রিয়তা৷

Week 35/12 LS 4 Music - MP3-Mono

This browser does not support the audio element.

মতবিরোধের কারণে ৬৮ সালে এই গোষ্ঠীতে ফাটল ধরে৷ তার পরের বছরই জন শুরু করেন তাঁর একক ক্যারিয়ার৷ ৭০ সালে বেরোয় তাঁর প্রথম সোলো অ্যালবাম৷ ১৯৮১ সালে তিনি পুনর্গঠন করেন ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'৷ এই গোষ্ঠী নিয়েই জীবনের শেষ অবধি ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশ৷

তাঁর গোষ্ঠী ছাড়ও চলচ্চিত্র ও মিউজিক্যাল সহ আরো বহু খ্যাতিমান শিল্পীর জন্য সংগীত রচনা করেছেন জন৷ ৬৭সালে বিখ্যাত ‘মন্টেরে পপ ফেস্টিভ্যাল'এর তিনি ছিলেন অন্যতম আয়োজক ও পৃষ্ঠপোষক৷ ১৯৯৮ সালে জন এবং তাঁর গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'-কে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম' এ অভিষিক্ত করা হয়৷ ২০০১ সালের ১৮ ই মার্চ ৬৫ বছর বয়সে লস এঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পাপা জন ফিলিপ্স৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ