1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জন লেনন হত্যাকারীর প্যারোলে মুক্তির আবেদন খারিজ

৮ সেপ্টেম্বর ২০১০

১৯৮০ সালের ৮ ডিসেম্বর৷ জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনো দাঁড়িয়ে ছিলেন নিজের অ্যাপার্টমেন্টের বাইরে৷ কোথাও যাবার জন্য হয়তো ছিল তাদের অপেক্ষা৷ কিন্তু তখনও তিনি জানতেন না এক আততায়ী তাঁর জন্য অপেক্ষা করছে৷

জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোছবি: AP

আততায়ী মার্ক ডেভিড চ্যাপম্যানের করা এক এক করে চারটি গুলি এসে লাগে জন লেননের পিঠে৷ গুলি করার পর পালিয়ে না গিয়ে সেখানেই পুলিশের কাছে ধরা দেয় সে৷ নিজের দোষও স্বীকার করে চ্যাপম্যান৷ ২৯ বছর ধরে নিউইয়র্কের অ্যাটিকা কারাগারে সাজাভোগ করছে সে৷ কারাগারে তার সময় কাটে নিজের জন্য বরাদ্দ কারাসেলের বাইরে লাইব্রেরির বই গোছগাছ করে৷ এরই মধ্যে ৫৫ বছর বয়স্ক এই খুনি বেশ কয়েকবার প্যারোলে মুক্তির আবেদন করেছেন৷ এই তো তার ষষ্ঠবারের মতো করা আবেদনটিও মঙ্গলবার নাকচ করে দিল প্যারোল প্রদান বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বোর্ড৷

বাড়ির সামনে সেই জায়গা যেখানে তিনি নিহত হয়েছিলেন৷ আজও তা স্মরণ করেন ভক্তরাছবি: AP

আর এক মাস পরেই বিটলস এর প্রতিষ্ঠাতা জগতখ্যাত গায়ক জন লেননের জন্মবার্ষিকী৷ ১৯৪০ সালের ৯ অক্টোবর জন্মেছিলেন তিনি৷ পুরো নাম জন উইন্সটন ওনো লেনন৷ একাধারে ছিলেন গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক এবং শান্তি কর্মী৷

কী কারণে ষষ্ঠবারের মতো জন লেনন হত্যাকারীর প্যারোলে মুক্তি মিললো না? এই প্রশ্নের উত্তরে নিউইয়র্ক স্টেট ডিভিশন অফ প্যারোলের বিবৃতি বলছে, মার্ক ডেভিড চ্যাপম্যানের মুক্তি জননিরাপত্তা এবং জনকল্যাণের জন্য হুমকি নিয়ে আসতে পারে, তাই এই সিদ্ধান্ত৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ