1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জবান’ কেন বন্ধ?

২ এপ্রিল ২০১৯

‘জবান’ নামের একটি নিউজ ওয়েবসাইট বাংলাদেশে ব্লক করা হয়েছে বলে দাবি করে তা অনতিবিলম্বে খুলে দেয়ার আহ্বান জানিয়েছে গণমাধ্যমের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’৷ একদল তরুণ ওয়েবসাইটটি তৈরি করেছেন৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে তিন ব্যক্তিকে অপহরণ করিয়েছেন - আল-জাজিরায় প্রকাশিত এমন এক ইংরেজি প্রতিবেদনের ভিত্তিতে বাংলা ভাষায় এক প্রতিবেদন প্রকাশ করার পর ‘জবান' বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে৷ এই বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-সম্পাদক মাশকুর রাতুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছুদিন আগে আল-জাজিরা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে একটি তদন্তমূলক প্রতিবেদন করা হয়৷ ঐ প্রতিবেদনের রেফারেন্স নিয়ে জবান থেকেও একটি প্রতিবেদন করা হয়৷ এরপর থেকেই একই সময়ে আল-জাজিরা ও জবান উভয়ই ব্লক করা হয়েছে৷'' 

গত ২১ মার্চ থেকে সাইটটিতে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান রাতুল৷ তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিকট জবান ব্লক করার কারণ জানতে চেয়ে ও সাইটটি আনব্লক করার অনুরোধ জানিয়ে ২৩ মার্চ একটি চিঠি দেই৷ কিন্তু এখনও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো উত্তর পাইনি৷''

জবান একটি নির্দলীয়, চিন্তাশীল, মতামত ও বিশেষায়িত সংবাদমাধ্যম বলে জানা গেছে৷ ২০১৩ সালে এটি প্রথম যাত্রা শুরু করে৷ এটির সম্পাদকের নাম রেজাউল করিম রনি৷

এদিকে, জবান বন্ধ করার নিন্দা জানিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এশিয়া-প্যাসিফিক বিষয়ক প্রধান ডানিয়েল বাস্টার্ড বলেছেন, ‘‘ওয়েবসাইটটি ব্লকের মাধ্যমে একটি স্বাধীন গণমাধ্যম, যেটি বাংলাদেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে কাজ করছে, সেটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে৷ পাশাপাশি এর মাধ্যমে হাসিনা সরকার যে তাদের সদস্যদের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের অনুসন্ধান সহ্য করতে পারছে না, তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক৷''

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় বাংলা ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করে দেয় বাংলাদেশের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ৷ এর আগে গত ডিসেম্বরে নির্বাচনের আগে একইভাবে ৫৪টি স্বাধীন ও বিরোধী দলের সঙ্গে সম্পর্কিত সাইট বন্ধ করে দেয়া হয়েছিল৷ আরএসএফ-এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম৷

এআই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ