1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমজ ভাইকে বাঁচিয়ে দু’বছরের শিশু এখন নায়ক

৬ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের দুই বছরের এক শিশু তার জমজ ভাইকে বাঁচিয়ে রীতিমত নায়ক হয়ে গেছে৷ মার্কিন গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে৷

Bildergalerie Abtreibung im Iran
আল্ট্রাসাউন্ড স্ক্যানে জমজ শিশুদের উপস্থিতি দেখা যাচ্ছেছবি: Martin Valigursky/Fotolia

শিশুটির নাম বোডি শফ৷ আর তার ভাইয়ের নাম ব্রক শফ৷ ডিসেম্বরের ২৯ তারিখ সকাল আটটার সময় তারা বাসায় একসঙ্গে খেলছিল৷ এক পর্যায়ে তারা আলমারি নিয়ে খেলা শুরু করে৷ আলমারির ড্রয়ার খুলে তার উপর উঠতে গেলে আলমারিটি দু'জনের উপর পড়ে যায়৷ বোডি বের হয়ে যেতে পারলেও ব্রক আলমারির তলে আটকে যায়৷ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও সেটি সম্ভব হচ্ছিল না৷ ভাই বোডিও বুঝতে পারছিল না কী করা যায়৷ তবে কিছুক্ষণ পর সে আলমারিটি ঠেলে ব্রককে বের করে আনতে সক্ষম হয়৷

ঘরে থাকা ‘ন্যানি ক্যামেরা’-য় ঘটনাটি ভিডিও হয়৷ জমজ শিশুদের বাবা রিকি শফ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘‘আমরা প্রথমে ভিডিওটি শেয়ার করতে ইতস্তত করছিলাম৷ কিন্তু বাবা-মায়েদের সচেতন করতে এটি শেয়ার করছি৷’’ সচেতন বলতে আলমারি সবসময় দেয়ালের সঙ্গে আংটা দিয়ে আটকে রাখার কথা বলেছেন রিকি শফ৷ তিনি এই কাজটি করেননি বলেই বাচ্চাদের ভারে আলমারিটি পড়ে যায়৷

জমজ ভাইদের মা কেলি শফ টাইম ম্যাগাজিনকে বলেন, এই ঘটনায় সন্তানরা আহত না হওয়ার বিষয়টি ‘সম্পূর্ণ অলৌকিক’৷ ‘‘একটুও স্ক্র্যাচ পড়েনি৷ আমরা সত্যিই সৌভাগ্যবান,’’ টাইমকে বলেন কেলি শফ৷

বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভিডিওটি দেখার পর বোডির প্রশংসা করছেন৷ তবে বাবা-মা সতর্ক না থাকায় তাদের ভর্ৎসনাও করছেন কেউ কেউ৷ একদল অবশ্য ঘটনাটি সাজানো বলে মন্তব্য করছেন৷ তারা বলছেন, বোডি আর ব্রকের বাবা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ক্যামেরাতে ঘটনাটির ভিডিও হয়েছে৷ এছাড়া ক্যামেরাটির লক্ষ্য বিছানা বরাবর না হয়ে আলমারি বরাবর কেন ছিল সেই প্রশ্নও তুলছেন একদল৷ আলমারিটি খালি থাকার বিষয়টিতেও অনেকের খটকা লেগেছে৷ তবে বাবা রিকি শফ এ সব অভিযোগ অস্বীকার করে ফক্স নিউজকে বলেন, নিজের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিয়ে কেউ এমন কিছু করতে পারে এমন ভাবনাটিই ভয়ংকর৷ মা কেলি শফও সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একই মন্তব্য করেছেন৷

জেডএইচ/ডিজি (এপি, টাইম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ