নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে৷ ফলে এর ব্যবহারও বাড়ছে৷ দক্ষিণ আফ্রিকাতেও সৌরশক্তির ব্যবহার শুরু হয়েছে৷ সেখানকার এক ব্যক্তি জানালেন, জমিতে সৌর প্যানেল বসানো নাকি এখন অনেক লাভজনক একটা বিনিয়োগ!
বিজ্ঞাপন
অ্যান্টনি কোরিন নামের ঐ ব্যক্তি বলেন, ‘‘সোলার পিভি প্রযুক্তির সুবিধা দুটো৷ এক – প্রকল্পের মেয়াদকালে কী পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে তার সঠিক হিসাব জানা যায়৷ আর দুই – সরকারের সঙ্গে চুক্তির কারণে অর্থ পাওয়াটাও নিশ্চিত থাকে৷ তাই এখানে বিনিয়োগ করে আপনি আপনার পরবর্তী ২০ বছরের আয় সম্পর্কে নিশ্চিত ধারণা পেতে পারেন৷ অন্যভাবে সেটা সম্ভব নয়৷''
বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার দ্রুত বাড়ছে
বাংলাদেশে গ্রামীণ শক্তি কার্যত নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপ্লব এনেছে৷ ইতোমধ্যে দশ লাখ সোলার সিস্টেম স্থাপনের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি৷ ৬৪ জেলাতেই চলছে তাদের কার্যক্রম৷ এই বিষয়ে আমাদের ছবিঘর৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
সৌরবিপ্লব
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্যত বিপ্লব এনেছে গ্রামীণ শক্তি৷ গত বছরের শুরুতে দশ লাখ সোলার সিস্টেম স্থাপনের রেকর্ড গড়ে তারা৷ ২০১৫ সাল নাগাদ আরো দশ লাখ সোলার সিস্টেম স্থাপনের রেকর্ড গড়তে চায় তারা৷
ছবি: picture-alliance/dpa
শুরুর কথা
বাংলাদেশে গ্রামীণ শক্তির যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে৷ নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি৷ শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান৷
ছবি: picture-alliance/dpa
৬৪ জেলায় কার্যক্রম
বাংলাদেশে ৬৪ জেলাতেই কাজ করছে গ্রামীণ শক্তি৷ ২০১৩ সালে প্রকাশিত হিসেব অনুযায়ী, ইতোমধ্যে ৫০ হাজার গ্রামে সেবা পৌঁছে দিয়েছে সংস্থাটি৷ গ্রামীণ শক্তির মাধ্যমে পাওয়া সৌর প্যানেল ব্যবহার করে লাভবানের সংখ্যা আট মিলিয়নের বেশি৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
শুধু গ্রামীণ শক্তি নয়
গ্রামীণ শক্তি ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে সৌরশক্তি সেবা প্রদান করছে৷ রয়েছে সরকারি উদ্যোগও৷ সরকারি বিভিন্ন ভবনে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগও শুরু হয়েছে৷ ঢাকায় পরিসংখ্যান ব্যুরো ভবনের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে গত বছর৷ (ফাইল ফটো)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
জাতীয় গ্রিডের জন্য সৌরশক্তি
সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ‘রহিমআফরোজ রিনিউবেল এনার্জি’৷ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ঢাকার সচিবালয়ের ছাদে সোলার প্যানেল বসিয়েছে৷ তাদের উৎপাদিত বিদ্যুৎ মেগাওয়াট প্রতি নির্দিষ্ট দামে কিনে নেবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ৷ (ফাইল ফটো)
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
সহায়তায় জার্মানি
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করছে জার্মান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জিআইজেড৷ সোলার প্যানেলে মূল্য বেশি হওয়ায় শুরুতে ভর্তুকিও দিয়েছে জিআইজেড৷ তবে কিস্তিতে সোলার প্যানেল কেনার সুবিধা থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই সেগুলো ব্যবহার করতে পারছে৷ (ফাইল ফটো)
ছবি: Centro de Energía Chile
লক্ষ্য অর্ধেক জনশক্তি
২০২১ সাল নাগাদ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর কাছে সৌরশক্তির সুবিধা পৌঁছে দিতে চান এই খাতের সংশ্লিষ্টরা৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশে সৌরশক্তি জনপ্রিয় করার অন্যতম কারিগর দীপাল চন্দ্র বড়ুয়া৷
দক্ষিণ আফ্রিকার সরকার ২০৩০ সালের মধ্যে ৮ গিগাওয়াট সমপরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করতে চায়৷ এ লক্ষ্যে এখনো যেহেতু বেশি দূর এগোনো যায়নি, তাই কয়েকটি জার্মান সংস্থা এগিয়ে এসেছে৷ যেমন ‘ইউভি'৷ টেরি ক্রুগার নামে সংস্থার এক কর্মকর্তা বললেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানির প্রতি অনেক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে৷ প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে দেশটি৷ পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে মোট ৬৪টি প্রকল্প রয়েছে৷ এছাড়া নামিবিয়া, বতসোয়ানার মতো দেশেও আগ্রহ তৈরি হচ্ছে৷''
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে ইউভি৷
এ বছরই নিজের জমিতে আরও দুটো বড় কেন্দ্র স্থাপন করতে চায় অ্যান্টনি কোরিন৷ তবে, এখনো কিছু বাধা রয়েছে৷ ‘‘আরও বেশি রাজনৈতিক সদিচ্ছা ও নিশ্চয়তা প্রয়োজন, যেন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারকরা দক্ষিণ আফ্রিকায় এসে প্ল্যান্ট স্থাপন করতে পারে৷ বিশেষ করে, লক্ষ্য পূরণের জন্য স্থানীয় নির্মাণ সংস্থা গড়ে তুলতে হবে৷ আর সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলো ভাবতে হবে৷''