1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমি হারাচ্ছে আইএস

২২ ডিসেম্বর ২০১৫

সিরিয়া ও ইরাকে আইএস নিয়ন্ত্রিত এলাকা আগের তুলনায় ১৪ শতাংশ কমে গেছে৷ তবে একই সঙ্গে বিশ্বের অন্যান্য প্রান্তেও খিলাফত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এই গোষ্ঠীর৷ তাই প্রশ্ন উঠেছে আইএস বা আইসিস-দমন অভিযানের সাফল্য নিয়ে৷

ছবি: picture-alliance/AP Photo

মানচিত্রে তথাকথিত ‘ইসলামিক স্টেট' নিয়ন্ত্রিত এলাকার দিকে তাকালে বিচ্ছিন্ন কিছু জমির টুকরো চোখে পড়ে৷ কয়েকটি অংশে সেই জমির সীমানা পরস্পরের সঙ্গে যুক্ত৷ তাছাড়া আইএস নিয়ন্ত্রিত এলাকার সীমানা সদা পরিবর্তনশীল৷ তারা নতুন এলাকা দখল করে, আবার কিছু এলাকা তাদের হাতছাড়া হয়ে যায়৷ বছরের শেষে হিসাবনিকাশ করে দেখা গেছে, ২০১৫ সালে আইএস প্রায় ১৪ শতাংশ জমি হারিয়েছে৷

তবে শুধু জমির আয়তনই এ ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় নয়৷ রাকা ও মোসুল-এর মতো গুরুত্বপূর্ণ শহর আইএস-এর নিয়ন্ত্রণে থাকায় তাদের কৌশলগত সুবিধা রয়ে গেছে৷

একদিকে মার্কিন ও আরব দেশগুলির জোট, অন্যদিকে রাশিয়া আইএস-এর উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে৷ কুর্দি ও অন্যান্য কিছু গোষ্ঠী তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷ তা সত্ত্বেও আইএস-কে পুরোপুরি পরাস্ত করার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷ সিরিয়া ও ইরাকের বাইরে লিবিয়ায় তাদের প্রভাব-প্রতিপত্তি বাড়ছে৷ বিশ্বের অন্য কিছু প্রান্তেও আইএস তাদের খিলাফত সম্প্রসারণ করতে চায়৷ আফগানিস্তানে তালেবানকে কোণঠাসা করে আধিপত্য বিস্তার করতে চাইছে তারা৷

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়াও আইএস-এর কুনজর থেকে দূরে নেই৷

দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপাইন্সেও সক্রিয় হয়ে উঠতে চায় ইসলামিক স্টেট৷

আইসিস-এর বিরুদ্ধে রণকৌশল মার্কিন নির্বাচনেও বড় ইস্যু হয়ে উঠেছে৷ এই প্রশ্নে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁরই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

আইসিস-এর বিরুদ্ধে রণকৌশল কী হতে পারে বলে আপনার মনে হয়? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ