1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে উঠছে চট্টগ্রাম টেস্ট

৬ সেপ্টেম্বর ২০১৭

ঢাকায় দ্বিতীয় ইনিংসের পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও ওয়ার্নারের সেঞ্চুরি৷ মূলত তাঁর বিশতম সেঞ্চুরির সুবাদেই ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া৷ তিনটি করে উইকেট নিয়েছেন মিরাজ আর মুস্তাফিজ৷

Bangladesch Cricket Test Match Bangladesch gegen Australien
ডেভিড ওয়ার্নার (ফাইল ফটো)ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সেঞ্চুরি তো করেছেনই, সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ৯৩ আর হ্যান্ডসকম্বের সঙ্গে ১৫২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লিড নেয়ার সুযোগও করে দিয়েছেন ওয়ার্নার৷ বাঁ হাতি এই ওপেনারের অবশ্য ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে৷ ২৩৪ বলের সাতটিকে সীমানার ওপারে পাঠিয়ে ১২৩ রান করতে তিনবার নতুন জীবন পেয়েছেন তিনি৷

বুধবার বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দুপুরের আগে খেলাই শুরু করা যায়নি৷ সোয়া একটা নাগাদ শুরু হলেও প্রথম সাফল্যের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশকে৷ আগের দিনের ২ উইকেটে ২২৫ থেকে ততক্ষণে স্কোর ২ উইকেটে ২৫০৷ ৮২ রান করে তখনই সাকিবের থ্রো-তে রান আউট হয়ে যান হ্যান্ডসকম্ব৷

তারপর ওয়ার্নার আর ম্যাক্সওয়েলের জুটিতে ৪৮ রান এলেও আর কোনো বড় জুটি পায়নি অস্ট্রেলিয়া৷ বরং মুস্তাফিজের বলে ওয়ার্নার ইমরুল কায়েসের তালুবন্দি হওয়ার পর এক সময় স্বাগতিকদের তাড়াতাড়ি গুটিয়ে যাওয়ার আশঙ্কাই জেগেছিল৷ মুস্তাফিজ ৮৪ আর মিরাজ ৯৩ রানে তিনটি করে উইকেট নিলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি৷ ৭২ রানের লিড আর শেষ উইকেটটি হাতে রেখে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া৷ তবে তাতে অবশ্য সুখনিদ্রার সুযোগ নেই৷ এ ম্যাচে এখন যে কোনো ফলাফলই সম্ভব৷ জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট!

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ