1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে উঠছে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ

৮ জুন ২০০৯

সবকিছু গতানুগতিক নিয়মে চললে বেশিক্ষণ কী ভালো লাগে! সেরকম হলে খেলার কোনো আসর একেবারেই জমেনা৷ সেদিক থেকে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর কিন্তু শুরু থেকেই জমজমাট৷

ছবি: AP

প্রথম দিনেই ক্রিকেট বিশ্বের ছোট দল নেদারল্যান্ডসের কাছে ইংল্যান্ডের হার৷ আপসেট দিয়ে আসর শুরু৷ তারপর থেকে দিন গড়াচ্ছে আর সেইসঙ্গে চার গ্রুপের ১২টি দলের মধ্যে ছড়িয়ে পড়ছে উত্তেজনা৷

উত্তেজনা বাড়ছে, কারণ, দলগুলোকে বসে পড়তে হয়েছে হিসেবের খাতা খুলে৷ জিতলে এগিয়ে চলার টিকিট আর হারলে বিদায় – পয়েন্টের এমন হিসেব নিয়েই এখন অধিনায়কদের ঘুম হারাম৷ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৪৮ রানে হারিয়ে উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারার হতাশা কিছুটা ভুলেছে ইংল্যান্ড৷ তবে অস্ট্রেলিয়া এখনো সে সুযোগ পায়নি৷ নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারায় তাদের সামনে বিদায়ের পথ খোলা৷ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে রিকি পন্টিংয়ের দলকে৷ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও সেই আশঙ্কা৷ ম্যাচে এমনিতে বাংলাদেশই ফেবারিট৷ তাতে কি! ডাচদের মতো আইরিশরাও যদি গুরু মারার মন্ত্র শিখে যায়? এ আসর থেকে বাংলাদেশওতো তাহলে বিদায়!

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ