1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে যাবে এবারের বইমেলা : সুবোধ সরকার

দেবারতি গুহ২৯ জানুয়ারি ২০০৯

বইমেলার কাজ অসম্পূর্ণ থেকে গেলেও উত্সাহের সঙ্গেই প্রিয় বইমেলাকে স্বাগত জানালো কলকাতার পুস্তকপ্রেমীরা৷ কলকাতা আন্তর্জাতিক বইমেলা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বুধবার৷ কিন্তু এখনও সেখানে অনেক কাজ বাকি রয়ে গেছে৷

Kolkata Book Fair 2009ছবি: DW

স্টল নির্মানের পাশাপাশি চলছে মাঠ পরিস্কারের কাজও৷ বহু বড় বড় প্রকাশকদের স্টলের কাজ মেলার প্রথম দিনেও অসম্পূর্ণ থেকে গেছে৷ কোথাও রঙের কাজ বাকি, কোথাও বা কাঠামোর কাজ৷

তবে বইমেলা ময়দান থেকে স্থানান্তরিত হওয়ায় কলকাতার মানুষ কিছুটা মনক্ষুন্ন হলেও, বই-এর প্রতি ভালোবাসাই তাদের এই নতুন প্রাঙ্গনে টেনে এনেছে৷ তরুণ ছাত্র- ছাত্রীরা যথারিতি দলবদ্ধ হয়ে আড্ডা মারার সঠিক জায়গাটি বেছে নিয়েছে৷ দেখা গেছে স্কুলের ছেলে-মেয়েদেরও৷

তাই প্রথম দিনের জনসমাবেশ দেখেই আন্দাজ করা গেল যে, আগামী দিনগুলিতে ভীড় বাড়বে৷ জমে যাবে এবারের বইমেলা৷ আর সে কথাই বললেন জনপ্রিয় কবি সুবোধ সরকার৷ ৩৩-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুবোধ সরকারের নতুন কবিতার বই ১৪ নম্বর ডেড বডি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ