জম্মুতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
৮ মে ২০২৫
একটা বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারপর সাইরেনের শব্দ এবং ব্ল্যাক আউট হয়ে যায়। মাথার উপর দিয়ে বেশ কিছু আগুনের গোলা উড়ে যেতে দেখা গেল। সেই সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে।
ভারত দাবি করেছে, পাকিস্তানের একটি এফ১৬ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। রাতে আরো দুইটি জেএফ ১৭ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ভারত।
জম্মুতে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। জম্মু বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
কুপওয়ারা, পাঠানকোট, গুরদাসপুরসহ একাধিক শহর ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে।
সাম্বা, আখনুরে প্রবল গোলাগুলি চলছে।
জয়সলমিরেও পাকিস্তান ড্রোন আক্রমণের চেষ্টা করে। সেই ড্রোন ধ্বংস করা হয়েছে বলে ভারত দাবি করেছে। জয়সলমিরেও সাইরেন বাজে।
রাত দশটার খবর, চণ্ডিগড়েও ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে। ধর্মশালায় আইপিএলের ম্যাচ মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছে। স্টেডিয়ামের সব আলো বন্ধ করে দেয়া হয়েছে। দর্শকদের অবিলম্বে মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে।
রাতে সেনাবাহিনীর পিআরও জানিয়েছেন, জম্মু, পাঠানকোট, উধমপুরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করে পাকিস্তান। তাদের আক্রমণের মোকাবিলা করা হয়েছে।
সরকার জানিয়েছে, কোথাও কোনো প্রাণহানি হয়নি, কোনো ক্ষতি হয়নি।
বিমানবন্দর বন্ধ
রাত এগারোটার খবর, লুধিয়ানা, চণ্ডিগড়, জয়সলমির, লুধিয়ানা, কুলু, শ্রীনগর,অমৃতসর, পাটিয়ালা, জম্মু, যোধপুরসহ উত্তর ও পশ্চিম ভারতের অনেক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শ াহ বিএসএফসহ কেন্দ্রীয় বাহিনীর ডিজির সঙ্গে কথা বলেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন।
বুধবার ভারতের ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছিল পাকিস্তান। ভারত সেই হামলা নিস্ক্রিয় করে দেয়। তারপর বৃহস্পতিবার রাতে জম্মুতে ক্ষেুণাস্ত্র ও ড্রোন হামলা হলো।